কেন্দ্রের বেঁধে দেওয়া সময়সীমা মেনে আজ, শুক্রবার থেকেই সারা দেশে মোবাইল ফোনের নম্বর একই রেখে এক সার্কেল থেকে অন্য সার্কেলের গ্রাহক হওয়ার (মোবাইল নম্বর পোর্টেবিলিটি) সুবিধা চালু করছে টেলিকম সংস্থাগুলি। বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি টেলিকম সংস্থাগুলি এ কথা জানিয়েছে। রাষ্ট্রায়ত্ত বিএসএনএল এবং এমটিএনএল এর পাশাপাশি ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া, টাটা ডোকোমো, আর-কম, ইউনিনর, সিস্টেমা শ্যাম, ভিডিওকন বৃহস্পতিবার জানিয়েছে, তারা আজ থেকেই ওই পরিষেবা দিতে তৈরি। উল্লেখ্য, এত দিন একই সার্কেলে এই সুবিধা মিলত। পাশাপাশি এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে এসটিডি ফোন করার সময়ে নম্বরের আগে শূন্য বা +৯১ দেওয়াও আর বাধ্যতামূলক থাকবে না।