Mutual Fund

ভুলে যাওয়া লগ্নির খোঁজ দেবে ‘মিত্র’

মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ট্রেসিং অ্যান্ড রিট্রিভাল অ্যাসিসট্যান্ট (মিত্র) ব্যবস্থায় ১০ বছর ধরে খোঁজখবর নেওয়া হয়নি, এমন পুরনো প্রকল্পের খোঁজ মিলবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১১
Share:
ইউনিট হোল্ডার প্রোটেকশন কমিটির শর্তগুলিও কিছু পরিবর্তন করেছে সেবি।

ইউনিট হোল্ডার প্রোটেকশন কমিটির শর্তগুলিও কিছু পরিবর্তন করেছে সেবি। —প্রতীকী চিত্র।

অনেক ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে লগ্নির বেশ কিছু দিন পরে তার কথা ভুলে যান বিনিয়োগকারী। তার কথা মনে করাতে বিশেষ ব্যবস্থা চালু করল সেবি। শেয়ার বাজার নিয়ন্ত্রকের দাবি, এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ট্রেসিং অ্যান্ড রিট্রিভাল অ্যাসিসট্যান্ট (মিত্র) ব্যবস্থায় ১০ বছর ধরে খোঁজখবর নেওয়া হয়নি, এমন পুরনো প্রকল্পের খোঁজ মিলবে। পাশাপাশি সেগুলি থেকে টাকা তুলতেও সাহায্য মিলবে। সে জন্য নো ইয়োর কাস্টমার বা কেওয়াইসি নথিও জমা দেওয়া যাবে এর মাধ্যমে।

পাশাপাশি, ইউনিট হোল্ডার প্রোটেকশন কমিটির শর্তগুলিও কিছু পরিবর্তন করেছে সেবি। এর ফলে এখন থেকে যে সমস্ত প্রকল্পে লগ্নিকারী ডিভিডেন্ড নিচ্ছেন না বা অন্য কোনও ভাবে কোনও লেনদেন হচ্ছে না, সেগুলি পর্যালোচনার দায়িত্বে থাকবে এই কমিটি। ভুলে যাওয়া বিনিয়োগে দাবিহীন ডিভিডেন্ড ফেরত পাওয়া ও তহবিল তোলার ব্যবস্থাও করবে তারা।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন