ছবি:সংগৃহীত।
ইউরোপ ভ্রমণের স্বপ্ন সত্যি হতে আর দেরি নেই। মাত্র ১২ হাজার টাকাতেই এ বার সরাসরি পা রাখা যাবে ইউরোপের মাটিতে। এমনটাই প্রতিশ্রুতি দিচ্ছে সিঙ্গাপুরের স্কুট এয়ারলাইন্স। অপেক্ষা মাত্র বছরখানেকের।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের অধীনস্থ স্কুট জানিয়েছে, এই মুহূর্তে সরাসরি ইউরোপ বিমানে করে যেতে হলে ন্যূনতম খরচ পড়ে ৪৫ হাজার টাকার কাছাকাছি। কিন্তু, স্কুটের বিমানে চড়ে ইউরোপ পাড়ি দিতে লাগবে মাত্র ১২ হাজার টাকা। ইউরোপে ওয়ান-ওয়ে ট্রিপের জন্য ওই খরচ পড়বে। সংস্থার ভারতীয় শাখার প্রধান ভরত মহাদেবন জানিয়েছেন, রিটার্ন ট্রিপের জন্য খরচ পড়বে ২৬ হাজার টাকা।
আরও পড়ুন
কঙ্কালের উপরে ঘুমিয়েছি! আতঙ্কে পরিবার
স্ত্রী হরজিতকে নয়, জেলে হানিপ্রীতকেই দেখতে চান ‘বাবা’
বৃদ্ধির পথ দেখাবে ব্রিক্স, দাবি মোদীর
কিন্তু কী ভাবে এত কম টাকায় ইউরোপ যাওয়ার সুযোগ করে দিচ্ছে স্কুট?
সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের ‘ফিফথ্ ফ্রিডম’ পারমিট রয়েছে। এই পারমিট থাকলে দু’টি বিদেশি দেশের মধ্যে সরাসরি বিমান চালাতে পারে যে কোনও বিমান সংস্থা। ভরত বলেন, “ওই পারমিট থাকার ফলে মুম্বই, দিল্লি, চেন্নাই ও কলকাতা থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে যথাক্রমে কোপেনহাগেন, ভিয়েনা, কায়রো ও ম্যাঞ্চেস্টারে।” তিনি জানান, মুম্বই-কোপেনহাগেনের মধ্যে উড়ানের ১২ টাকার টিকিটে ২০ কেজি পর্যন্ত লাগেজ-সহ খাবারের সুবিধা মিলবে।