প্রতীকী ছবি।
এ বার ১২ টাকাতেই মিলবে বিমানের টিকিট! ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। ১২ বছর পূর্তি উপলক্ষ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রীদের জন্য এই নয়া উপহার নিয়ে এল স্পাইসজেট।
মঙ্গলবার থেকেই স্পাইসজেটের টিকিট পাওয়া যাচ্ছে মাত্র ১২ টাকায়। তবে এই টিকিটের দামের মধ্যে অতিরিক্ত কর এবং অন্যান্য সারচার্জ পরিষেবা যুক্ত নেই। নয়া অফারটি প্রযোজ্য হবে দেশীয় এবং আন্তর্জাতিক দু’ধরনের বিমানের উপরেই। অফারটি পেতে হলে যাত্রীদের ২৩ থেকে ২৮ মে-র মধ্যে টিকিট বুক করতে হবে। এ ধরনের বিশেষ টিকিটে যাত্রা করা যাবে চলতি বছরের ২৬ জুন থেকে আগামী বছরের ২৪ মার্চ পর্যন্ত। স্পাইস কর্তৃপক্ষ চান ভারতের প্রায় প্রতিটি মানুষই বিমান পরিষেবা উপভোগ করুক। সেই লক্ষ্যপূরণেই তাঁদের এই উদ্যোগ। তবে এই প্রস্তাবের আওতায় খুব সীমিত সংখ্যার আসন রয়েছে। আগে এলে আগে পাবেন, এই নীতিতে সুলভ মূল্যের এই টিকিট পাওয়া যাবে।
আরও পড়ুন: বাজারে এল পেটিএম-এর ব্যাঙ্ক, কী কী পরিষেবা থাকছে এতে?
চমকের শেষ এখানেই নয়। স্পাইসজেট এনেছে ‘বারা সাল, বড়া ধামাল’ অফার। যা কি না একটি লাকি ড্র স্কিম। যে সমস্ত যাত্রী ১২ বছর পূর্তি উপলক্ষে টিকিট কাটবেন, তাঁদের নিয়ে একটি লাকি ড্র করা হবে। এঁদের মধ্যে থেকে ১২ জন বিজেতাকে বেছে নেবে কম্পিউটার। তাঁরা পাবেন দেশে এবং বিদেশে যাওয়ার জন্য বিমানের ফ্রি টিকিট। সঙ্গে পাবেন হোটেলে থাকার জন্য ফ্রি ভাউচার এবং গাড়িতে ঘোরার সুযোগ।
তবে, এই অফারের আওতায় যাঁরা টিকিট কাটবেন তাঁরা যদি টিকিট বাতিল করতে চান, তা হলে শুধু কর ফেরত পাবেন। যদি টিকিট পরিবর্তন করতে চান, তবে পরিবর্তন করার চার্জ লাগবে। এরই সঙ্গে জায়গার দূরত্ব অনুযায়ী ভাড়াও বদলে যাবে।