প্রতীকী ছবি।
করোনা অতিমারির অভিঘাতে ভারতীয় অর্থনীতির ‘দীর্ঘস্থায়ী ক্ষতি’ হবে বলে পূর্বাভাস দিল মূল্যায়ন সংস্থা ফিচ। বৃহস্পতিবার সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ বছর আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশের আশপাশে থাকবে।
লকডাউনের পর আর্থিক কার্যকলাপ শুরু হলেও কোভিড-১৯ আবহে চলতি অর্থবর্ষে (২০২১-’২২) দেশের অর্থনীতি অন্তত ৫ শতাংশ সঙ্কুচিত হবে বলে আগেই জানানো হয়েছিল মূল্যায়ন সংস্থাটির তরফে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত অর্থবর্ষে (২০২০-’২১) মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) ৯.৪ শতাংশ হ্রাস পেয়েছিল। আমাদের আশা চলতি অর্থবর্ষে ভারতে জিডিপি-র হার ১১ শতাংশ বাড়বে’।
তবে অতিমারি পরিস্থিতির আগে থেকেই যে ভারতীয় অর্থনীতি গতি হারাচ্ছিল, সে কথা স্পষ্ট ভাবে জানিয়েছে ফিচ। বিবৃতিতে বলা হয়েছে, ‘২০১৯ সালেই জিডিপি বৃদ্ধির হার ৪.২ শতাংশে নেমে এসেছিল। যা গত এক দশকের সর্বনিম্ন। তার আগের বছর ওই হার ছিল ৬.১ শতাংশ’।
আরও পড়ুন: করোনা আবহের কারণে প্রধান অতিথি-হীন প্রজাতন্ত্র দিবস
করোনা টিকাকরণ শুরু হলে আর্থিক বৃদ্ধির হার ধীরে ধীরে গতি পেতে শুরু করবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে ফিচ-এর তরফে। তবে গত দেড় দশকে ভারতীয় অর্থনীতির হালহকিকৎ বিশ্লেষণের পরে সংস্থাটি জানিয়েছে আর্থিক বৃদ্ধির গত পুনরুদ্ধারের জন্য বিনিয়োগের পাশাপাশি উৎপাদনশীলতাও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে।