জেরোম পাওয়েল
মার্কিন অর্থনীতিতে প্রাণ ফিরছে। আরও জোরালো ভাবে সেই আঁচ পাওয়ার পরেই সুদ ২৫ বেসিস পয়েন্ট বাড়াল ফেডারেল রিজার্ভ। ২০০৮ সালের বিশ্ব মন্দার পরে ২০১৫ সালে প্রথম সুদ বাড়ায় মার্কিন শীর্ষ ব্যাঙ্ক। তার পর থেকে এ নিয়ে ছ’বার তা বাড়ল। একই সঙ্গে ফেডের ইঙ্গিত, আগামী দিনে আরও দ্রুত তা বাড়ানোর।
ফেড রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, মার্কিন মুলুকে বেকারত্বের হার কমছে। ২০২০ সাল পর্যন্ত মূল্যবৃদ্ধিও ২ শতাংশের আশেপাশে থাকবে। ফলে সব মিলিয়ে অর্থনীতি বেশ ভাল জায়গায় দাঁড়িয়ে। এই অবস্থায় ধাপে ধাপে সুদের হার বাড়ানো হবে বলেই ইঙ্গিত তাঁর।
তবে ফেডের এই মন্তব্যে শঙ্কিত ভারতের শেয়ার বাজার। কারণ, মার্কিন মুলুকে সুদ বাড়লে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ভারতের বাজার থেকে আরও বেশি অর্থ সরিয়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের।