FADA Survey

গাড়ির জন্য নয়া আইনের সওয়াল

সম্প্রতি ফাডা’র সর্বভারতীয় সভাপতি সি এস বিজ্ঞেশ্বর মন্তব্য করেন, ভারতে ক্রেতাসুরক্ষা (রিটেল প্রোটেকশন) আইন পোক্ত নয়। যেমন আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ০৫:২৮
Share:
নতুন আইন চালু হলে সব পক্ষের সুবিধা হবে বলে মনে করেন ফাডা’র সর্বভারতীয় সভাপতি।

নতুন আইন চালু হলে সব পক্ষের সুবিধা হবে বলে মনে করেন ফাডা’র সর্বভারতীয় সভাপতি। —প্রতীকী চিত্র।

গাড়ির ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থ রক্ষায় দেশে নতুন আইন আনার সওয়াল করল গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডা। সম্প্রতি সংগঠনটির সর্বভারতীয় সভাপতি সি এস বিজ্ঞেশ্বর মন্তব্য করেন, ভারতে ক্রেতাসুরক্ষা (রিটেল প্রোটেকশন) আইন পোক্ত নয়। যেমন আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে আছে। তেমন আইন তৈরির জন্য ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রক এবং কয়েকটি রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছেন তাঁরা। জমা দিয়েছেন বিশেষজ্ঞদের মতামত সম্বলিত একটি রিপোর্ট। আইন চালু হলে সব পক্ষের সুবিধা হবে বলে তাঁর আশা।

Advertisement

বিজ্ঞেশ্বর বলেন, ‘‘ফোর্ড কিংবা জিএম মোটরস ভারত থেকে হঠাৎ ব্যবসা তুলে নেওয়ায় কয়েক লক্ষ মানুষ হঠাৎ কাজ হারিয়েছেন। আবার এই সমস্ত সংস্থার গাড়ি কিনে সমস্যায় পড়েছেন অনেকে। তাঁদের সুবিধার জন্য আইন জরুরি।’’ ফাডা-র সিইও সহর্ষ দামানির যুক্তি, ‘‘এখন দু’চাকার গাড়ির বিপণি খুলতে গড়ে ১-২ কোটি টাকা খরচ হয়। চার চাকার ক্ষেত্রে তা ১৩-৪৫ কোটি। এর পরে কোনও সংস্থা হঠাৎ ব্যবসা গুটিয়ে দিলে প্রবল সমস্যায় পড়েন বিক্রেতারা। তাঁদের হাতে বিপুল মজুত জমে যায়।’’ যদিও হন্ডা এবং এমজি মোটরস এই ক্ষতি মেটাতে ফাডা-র দাবি মেনে নতুন চুক্তিও করেছে বলে জানান দামানি। বিজ্ঞেশ্বরের অভিযোগ, এই সমস্যা নিয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন মহলে আলোচনা চললেও সুরাহা হয়নি। তবে আগামী দিনে সব পণ্যের জন্যই এই ধরনের আইন দরকার হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement