কর্মী বিক্ষোভে হোসিয়ারি কারখানা বন্ধ ডোমজুড়ে

ডোমজুড়ে কর্মী বিক্ষোভের জেরে বন্ধ রূপা-র গেঞ্জি কারখানা। হোসিয়ারি কারখানটি রূপা-র হলেও উৎপাদন চালাত শিখর নিটস ও সালাসার প্রসেসর নামে দু’টি সংস্থা। কর্মী নিয়োগও করত তারা। কর্মীদের ক্ষোভ ওই দুই সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধেই। আন্দোলনে নেমেছেন কারখানার প্রায় ৭০০ কর্মী। কারখানটিতে গেঞ্জির কাপড় তৈরি এবং রং করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডোমজুড় শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০২:০৫
Share:

ডোমজুড়ে কর্মী বিক্ষোভের জেরে বন্ধ রূপা-র গেঞ্জি কারখানা। হোসিয়ারি কারখানটি রূপা-র হলেও উৎপাদন চালাত শিখর নিটস ও সালাসার প্রসেসর নামে দু’টি সংস্থা। কর্মী নিয়োগও করত তারা। কর্মীদের ক্ষোভ ওই দুই সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধেই। আন্দোলনে নেমেছেন কারখানার প্রায় ৭০০ কর্মী। কারখানটিতে গেঞ্জির কাপড় তৈরি এবং রং করা হয়।

Advertisement

আইএনটিইউসি সভাপতি রমেন পাণ্ডের অভিযোগ, কাপড় রং করতে সংস্থার কর্মীদের অ্যাসিড নিয়ে কাজ করতে হয়। দীর্ঘ দিন ধরে এ জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ। বহু কর্মী অসুস্থ হয়ে পড়ছেন। তা ছাড়া কর্মীদের বেশ কিছু দাবি-দাওয়া মেটাচ্ছেন না কর্তৃপক্ষ। দাবি না-মিটলে তাঁরা অনশন ধর্মঘট করবেন বলে হুমকি দেন কর্মীদের অন্যতম নেতা অপু মণ্ডল।

কর্মীদের অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানার জন্য সালাসার প্রসেসরের জেনারেল ম্যানেজার বিজয় কুমার সিংহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও কথা বলতে অস্বীকার করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement