স্বাদের খ্যাতি ভুবনজোড়া হলেও ইউরোপের বাজারে ধাক্কা খাচ্ছে বাংলার আম। একই সমস্যা লিচু সমেত অন্য ফল, আনাজের ক্ষেত্রেও।
শনিবার সিআইআইয়ের সভায় রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা জানান, এশিয়ার বিভিন্ন দেশে এগুলি রফতানি হলেও ইউরোপে তা করা যাচ্ছে না। কারণ সেখানে পণ্যের গুণমান বজায় রাখার নিয়মকানুন বেশ কড়া। তাই রাজ্যে তৈরি লঙ্কা এক বার ইউরোপে গেলেও পরে নিষেধাজ্ঞা জারি হয়।
তবে তাঁর দাবি, উৎপাদনের সময়ে বিদেশের বেঁধে দেওয়া সেই সব মাপকাঠি পূরণের জন্য রাজ্য এ বার পরিকাঠামো গড়ছে। কারণ চাষিদের পক্ষে ওই বিপুল লগ্নি করা সম্ভব নয়। বেসরকারি উদ্যোগীদেরও বিনিয়োগের আর্জি জানান মন্ত্রী।