এখন থেকে ৫৪ বছর বয়স হওয়ার পর প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার আবেদন করতে পারবেন না কোনও ব্যক্তি। এ জন্য তাঁকে ৫৭ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে ইপিএফও। পুরনো নিয়ম অনুসারে ৫৪ বছর হলেই ৯০ শতাংশ টাকা তোলার আবেদন করা যেত।
একই সঙ্গে এ দিন ইপিএফও জানিয়েছে, জীবনবিমা নিগমের বরিষ্ঠ পেনশন বিমা যোজনার মতো প্রকল্পে পিএফের টাকা ঢালার জন্যও অপেক্ষা করতে হবে ৫৭ বছর বয়স পর্যন্তই। ইপিএফও-র দাবি, আগে অনেক সংস্থায় অবসরের বয়স ছিল ৫৫ বা ৫৬ বছর। সেই অনুসারে ৫৪ বছর হলেই টাকা তোলার সুযোগ দেওয়া হত। কিন্তু বর্তমানে বেশির ভাগ সংস্থার ক্ষেত্রেই অবসরের বয়স বেড়ে হয়েছে ৫৮ বা ৬০ বছর। সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে এখন ৫৭ বছর বয়স হলে ৯০ শতাংশের বদসে সুদ সমেত পুরো টাকাই তোলা যাবে বলে পিএফ কর্তৃপক্ষ জানিয়েছেন।
এ দিকে, এখন থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য আর বর্তমান এবং প্রাক্তন নিয়োগকারী সংস্থার অ্যাটেস্টেশন প্রয়োজন হবে না বলেও জানিয়েছে ইপিএফও। সরাসরি সংশ্লিষ্ট কর্মী টাকা তোলার জন্য নিজেই আবেদন করতে পারবেন।