Starlink Cost

১০ থেকে ১৪ গুণ বাড়বে ইন্টারনেটের খরচ! স্টারলিঙ্কের নামে ভারতীয়দের পকেট কাটবেন মাস্ক?

ভারতে উচ্চ গতির ইন্টারনেট চালু করতে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্কের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ভারতী এয়ারটেল এবং জিয়ো। এটি চালু হলে ১০ থেকে ১৪ গুণ বাড়বে ইন্টারনেটের খরচ, অনুমান বিশ্লেষকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৬:৫৪
Share:

—প্রতীকী ছবি।

ইন্টারনেট পরিষেবায় বিপ্লবের সন্দিক্ষণে দাঁড়িয়ে ভারত। এ দেশের বাজারে পা রাখাতে চলেছে বিশ্বের অন্যতম ধনকুবের তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কিচেন ক্যাবিনেট’-এর সদস্য ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের স্টারলিঙ্ক। ইতিমধ্যেই ইন্টারনেট এবং মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী দু’টি সংস্থার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে তাঁর এই কোম্পানি। ভারতীয় সংস্থা দু’টি হল ভারতী এয়ারটেল এবং জিয়ো।

Advertisement

মাস্কের সংস্থা এ দেশে পরিষেবা প্রদানের অনুমতি পেলে ভারতে ইন্টারনেটের গতি যে কয়েকগুণ বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে স্টারলিঙ্ক সেই সুযোগ পাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। কারণ, এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রের টেলিকম মন্ত্রক। পাশাপাশি, আরও একটি প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। সেটা হল, মাস্কের সংস্থা পরিষেবা দেওয়া শুরু করলে কতটা বাড়বে ইন্টারনেটের খরচ?

স্টারলিঙ্ক এখনও এ ব্যাপারে কোনও ঘোষণা করেনি। প্রতিবেশী দেশ ভুটানে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দিচ্ছে মাস্কের সংস্থা। সেখানকার মডেল থেকে খরচ সংক্রান্ত একটি আন্দাজ় পাওয়া যেতে পারে। হিমালয়ের কোলের দেশটিতে স্টারলিঙ্কের মূলত দু’টি প্রকল্প চালু রয়েছে। সেগুলি হল, আবাসিক লাইট প্ল্যান এবং স্ট্যান্ডার্ড আবাসিক পরিকল্পনা।

Advertisement

এর মধ্যে প্রথম মডেলটি পছন্দ করলে গ্রাহকের প্রতি মাসে ইন্টারনেট বাবদ খরচ দাঁড়াচ্ছে তিন হাজার টাকা। এ ক্ষেত্রে ২৩ থেকে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট পাচ্ছেন তাঁরা। দৈনিক ব্রাউজ়িং, সমাজ মাধ্যম ব্যবহার এবং ভিডিয়ো স্ট্রিমিঙের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্ল্যানটি বেশ লাভজনক হবে বলে প্রচারে জানিয়েছে স্টারলিঙ্ক।

অন্যদিকে স্ট্যান্ডার্ড আবাসিক পরিকল্পনার খরচ কিছুটা বেশি। একে গ্রাহকে মাসে দিতে হচ্ছে ৪,২০০ টাকা। বিনিময়ে ২৫ থেকে ১১০ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে স্টারলিঙ্ক। এই প্ল্যানে সীমাহীন ডেটা ব্যবহার করতে পারছেন গ্রাহক। নিরবিচ্ছিন্নভাবে চলবে গেমিং, এইচডি ভিডিয়ো স্ট্রিমিং এবং ভিডিয়ো কনফারেন্স।

ভারতে ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে স্টারলিঙ্ক একই ধরনের দু’টি প্রকল্প চালু রাখবে, এ কথা জোর দিয়ে বলা সম্ভব নয়। কারণ ভুটানের চেয়ে এ দেশে অনেক বেশি গ্রাহক পাবেন মাস্কের সংস্থা। আবার অন্যান্য স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবাগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে তাদের। উপরন্তু, বিদেশি ডিজ়িটাল পরিষেবার উপর ৩০ শতাংশ কর নিয়ে থাকে কেন্দ্র। সবমিলিয়ে স্টারলিঙ্কের আবাসিক ইন্টারনেট প্ল্যানের জন্য প্রতি মাসে ৩,৫০০ থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে বলে, মত বিশেষজ্ঞদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement