Trillionaire

সাম্প্রতিক বৃদ্ধি ১২৩%! প্রথম ভারতীয় হিসাবে এক লক্ষ কোটিতে পৌঁছতে পারেন আদানি, পিছিয়ে অম্বানী

রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলার কর্ণধার ইলন মাস্কের সম্পদ এখন ২৩,৭০০ কোটি ডলার (প্রায় ১৯.৯০ লক্ষ কোটি টাকা)।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৪
Share:

গৌতম আদানি এবং মুকেশ অম্বানী।

এখন লক্ষ কোটি ডলার শেয়ারমূল্যের সংস্থা হাতে গোনা। ব্যক্তির সংখ্যা শূন্য। আগামী কয়েক বছরে এই পরিসংখ্যান অনেকটাই বদলে যেতে পারে বলে অনুমান করছে শিল্প ক্ষেত্রের পেশাদারি প্রশিক্ষণ সংস্থা ইনফর্মা কানেক্ট অ্যাকাডেমির রিপোর্ট।

Advertisement

রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলার কর্ণধার ইলন মাস্কের সম্পদ এখন ২৩,৭০০ কোটি ডলার (প্রায় ১৯.৯০ লক্ষ কোটি টাকা)। বছরে ১১০% বৃদ্ধির কাঁধে চড়ে ২০২৭ সালে পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে ১ লক্ষ কোটিতে (প্রায় ৮৪ লক্ষ কোটি টাকা) পৌঁছতে পারেন তিনি। বিশ্বের ১৩তম ধনী আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। সম্পদ প্রায় ১০,০০০ কোটি ডলার (প্রায় ৮,৪০,০০০ কোটি টাকা)। সাম্প্রতিক কালের বৃদ্ধির (১২৩%) ধারাবাহিকতা বজায় থাকলে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ২০২৮ সালে ওই সীমা অতিক্রম করবেন তিনি। আর তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মুকেশ অম্বানী তা করতে পারেন ২০৩৩ সালে। তাঁর সম্পদ এখন ১১,১০০ কোটি ডলার (প্রায় ৯.৩২ লক্ষ কোটি টাকা)। রিপোর্টে উল্লেখ, অম্বানীর সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় ২০৩৫ সালে প্রথম ভারতীয় সংস্থা হিসেবে ১ লক্ষ কোটি ডলার পার করতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement