ঝিমিয়ে থাকা অর্থনীতির ছবিই তুলে ধরল সোমবারের জোড়া পরিসংখ্যান। পরিকাঠামো শিল্পে বৃদ্ধির হার এক ঝটকায় নেমে এল ০.৪ শতাংশে, যা গত ১৯ মাসে সবচেয়ে কম। পাশাপাশি, রাজকোষ ঘাটতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক এপ্রিল থেকে জুনে ছুঁয়ে ফেলেছে গোটা বছরে বাজেটের লক্ষ্যমাত্রার ৮০.৮%।
পরিকাঠামো শিল্পে তলানিতে ঠেকা বৃদ্ধি সার্বিক শিল্পোৎপাদনেও ছাপ ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, মোট শিল্পোৎপাদনের ৪১% পরিকাঠামো ক্ষেত্রের অবদান। এই পরিপ্রেক্ষিতে ২ অগস্ট ঋণনীতিতে ঋণে সুদ কমানোর জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে জোরালো সওয়াল করেছে শিল্পমহল।
আটটি পরিকাঠামো শিল্পে মে মাসে উৎপাদন বেড়েছিল ৪.১% হারে। গত বছর জুনে তা ছিল ৭%। সরকারি পরিসংখ্যান অনুসারে মূলত, কয়লা, শোধনাগারের পণ্য, সার ও সিমেন্ট উৎপাদন সরাসরি কমার জেরেই জুনে নেমে এসেছে সার্বিক ভাবে পরিকাঠামোয় বৃদ্ধির হার।
এ দিকে, চলতি ২০১৭-’১৮ অর্থবর্ষের প্রথম তিন মাস এপ্রিল থেকে জুনেই দেশের রাজকোষ ঘাটতি দাঁড়িয়েছে ৪.৪২ লক্ষ কোটি টাকা, যা বছরের আগাম হিসেবের ৮০.৮%। গত অর্থবর্ষের একই সময়ে ছিল ৬১.১%। কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস-এর পরিসংখ্যান অনুযায়ী, এর কারণ এপ্রিল-জুনে নিট কর রাজস্ব আদায় হয়েছে ১.৭৭ লক্ষ কোটি টাকা, যা বছরের হিসেবের ১৪.৫%। ব্যয় ছুঁয়েছে ৬.৫০ লক্ষ কোটি, যা বার্ষিক হিসেবের ৩০%।