ভিসায় বদলের প্রস্তাব

এইচ-১বি ভিসার আবেদন পদ্ধতিতে বড়সড় পরিবর্তন করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

Advertisement

সংবাদ সংস্থা 

ওয়াশিংটন শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮ ০১:০৩
Share:

এইচ-১বি ভিসার আবেদন পদ্ধতিতে বড়সড় পরিবর্তন করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধিও প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাব পাশ হলে বাণিজ্যিক সংস্থাগুলিকে আগে থেকেই বৈদ্যুতিন পদ্ধতিতে সংশ্লিষ্ট ভিসার জন্য দরবার করতে হবে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, উচ্চ মেধাসম্পন্ন এবং দক্ষ কর্মীদের ওই ভিসা দেওয়া নিশ্চিত করতেই আবেদন পদ্ধতিতে এই পরিবর্তন করতে চাইছে আমেরিকা।

Advertisement

উল্লেখ্য, প্রত্যেক আর্থিক বছরে বছর ৬৫,০০০ বিদেশি কর্মীকে এইচ-১বি ভিসা মঞ্জুর করে মার্কিন সরকার। কাজের সূত্রে সে দেশে কর্মীদের অস্থায়ী ভাবে থাকার ছাড়পত্র দেয় এই ভিসা। এঁদের মধ্যে যাঁরা খাস মার্কিন মুলুক থেকেই উচ্চশিক্ষা নিয়েছেন তাঁদের জন্য প্রায় ২০,০০০ ভিসা বরাদ্দ থাকে। ওয়াকিবহাল মহল মনে করছে, এই কর্মীরা যাতে ন্যায্য সুবিধা পান তা নিশ্চিত করতেই ট্রাম্প সরকার বিষয়টি নিয়ে কড়াকড়ি করতে চাইছে। ভিসা পদ্ধতিতে কড়াকড়ির অর্থ ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা এবং তাদের কর্মীদের চাপ বাড়া। এর আগে এইচ-১বি ভিসাধারীদের স্বামী কিংবা স্ত্রীদেরও কাজের ভিসা দেওয়ায় কড়াকড়ির প্রস্তাব করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement