Donald Trump

বিলাসবহুল আবাসনের পর এ বার অফিস, ব্যবসার জায়গা! ভারতে বাণিজ্যিক নির্মাণে আসছে ট্রাম্পের সংস্থা

মহারাষ্ট্রের পুণে শহরে তৈরি হবে সেই বাণিজ্যিক নির্মাণ প্রকল্প ‘ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ার’। লগ্নি করা হবে প্রায় ১৭০০ কোটি টাকা। টাওয়ার তৈরির কাজ করবে ট্রিবেকা ডেভলপার্স।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ০৮:৪৫
Share:
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

বিলাসবহুল আবাসনের পরে এ বার বিলাসবহুল অফিস, ব্যবসা-বাণিজ্যের জায়গা। ভারতে এই প্রথম বাণিজ্যিক নির্মাণ ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংস্থা। তারা জানিয়েছে, মহারাষ্ট্রের পুণে শহরে তৈরি হবে সেই বাণিজ্যিক নির্মাণ প্রকল্প ‘ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ার’। লগ্নি করা হবে প্রায় ১৭০০ কোটি টাকা। টাওয়ার তৈরির কাজ করবে ট্রিবেকা ডেভলপার্স।

Advertisement

বর্তমানে কলকাতা, মুম্বই, পুণে এবং গুরুগ্রামে চারটি বিলাসবহুল আবাসন প্রকল্প আছে ট্রাম্প গোষ্ঠীর। যার নাম ট্রাম্প টাওয়ার। বিলাসবহুল বাণিজ্যিক নির্মাণ প্রকল্প ‘ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ার’ পুণের পরে উত্তর ও দক্ষিণ ভারতেও তৈরি হওয়ার কথা। বিভিন্ন সংস্থাকে জায়গা দেওয়া হবে সেখানে। মোট ১৬ লক্ষ বর্গফুট জুড়ে দু’টি টাওয়ার থাকবে, প্রতিটির উচ্চতা ২৭ তলা। ট্রাম্প গোষ্ঠীর শীর্ষকর্তা এরিক ট্রাম্প বলেন, ‘‘ভারতে ইতিমধ্যেই আমরা চারটি শহরে আবাসন প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছি। এ বার হাত দিচ্ছি আমাদের প্রথম বাণিজ্যিক প্রকল্পে। আগামী দিনে এমন আরও অনেকগুলি নির্মাণের পরিকল্পনা রয়েছে।’’ তবে এখনই কলকাতা-সহ পূর্ব ভারতে ‘ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ার’ তৈরির পরিকল্পনা নেই বলেই জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement