‘মেড ইন আমেরিকা’ তকমা আরও কঠোর

ক্ষমতায় আসার আগে মার্কিন মুলুকে উৎপাদন শিল্পকে ঘুরিয়ে দাঁড় করানোর প্রতিশ্রুতি দেন ট্রাম্প।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৯ ০৩:০৯
Share:

ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকায় তৈরি পণ্যের (মেড ইন আমেরিকা) তকমা পাওয়ার মাপকাঠি আরও কঠোর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর যুক্তি, এত দিন কোনও পণ্য ৫০% বিদেশে তৈরি হলেও তা মার্কিন পণ্য হিসেবে পরিচিত হতে পারত। সেই কারণে নিয়ম আরও কঠোর করতে এগ্‌জ়িকিউটিভ অর্ডারে সই করেছেন তিনি। ফলে এর পরে কোনও পণ্যের কমপক্ষে ৭৫% আমেরিকায় তৈরি হলে তবেই তা মেড ইন আমেরিকা পরিচিতি পেতে পারবে। আর লোহা ও ইস্পাতের পণ্যে সেই মাপকাঠি ৯৫%।

Advertisement

ক্ষমতায় আসার আগে মার্কিন মুলুকে উৎপাদন শিল্পকে ঘুরিয়ে দাঁড় করানোর প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তার পর থেকে বার বারই সে দেশে পণ্য তৈরিতে জোর দিয়েছেন তিনি। আজ ট্রাম্প বলেন, মার্কিন মুলুকে তৈরি পণ্য কিনলে বাণিজ্য বাড়ে, মানুষ ভাল ভাবে থাকতে পারেন, পরবর্তী প্রজন্ম বড় হওয়ার স্বপ্ন দেখতে পারে। তাঁর দাবি, যদি আমেরিকায় কোনও পণ্য তৈরি করা সম্ভব হয়, তা হলে তাঁর প্রশাসন সেটাই নিশ্চিত করবে। তবে অনেকের মতে, এই সিদ্ধান্তে মার্কিন প্রশাসনে বড় প্রভাব পড়বে। কারণ তারা কয়েকশো কোটি ডলারের পণ্য প্রতি বছর বিভিন্ন সংস্থার থেকে কেনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement