—প্রতিনিধিত্বমূলক ছবি।
আমেরিকার মদ এবং কৃষিপণ্যে ভারত মাত্রাছাড়া হারে আমদানি শুল্ক বসায় বলে ফের অভিযোগ করল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের দাবি, আমেরিকার মদে ১৫০% শুল্ক বসায় নয়াদিল্লি। যা তাদের কেন্টাকি বুর্বন হুইস্কি রফতানিতে বড় বাধা। সেই সঙ্গে আমেরিকার কৃষিপণ্যের উপরেও এ দেশে ১০০% শুল্ক বসে। যদিও সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, ইতিমধ্যেই বাজেটে আমেরিকার বেশ কিছু পণ্যে শুল্ক ছেঁটেছে কেন্দ্র। যার মধ্যে রয়েছে বুর্বন হুইস্কি। তাতে শুল্ক ৫০ শতাংশে নামানো হয়েছে। আগামী দিনে আমেরিকার আরও নানা পণ্যে তা কমানো যায় কি না, ভাবা হচ্ছে।
গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই শুল্ক নিয়ে ভারতকে আক্রমণ করে আসছেন ট্রাম্প। জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে এ দেশের পণ্যে পাল্টা চড়া শুল্ক বসানোর হুমকিও দিয়েছেন।
ভারত, কানাডা এবং জাপানের কথা তুলে ধরে লেভিটের দাবি, তিন দেশে শুল্ক কোনও কোনও ক্ষেত্রে ৭০০ শতাংশে পৌঁছে যায়। এর স্বপক্ষে সারণি তুলে ধরে বলেন, ‘‘ভারতকে দেখুন, আমেরিকার মদে ১৫০% শুল্ক বসায়। আপনাদের কী মনে হয় এটা সে দেশে কেন্টাকি বুর্বন রফতানিতে সাহায্য করছে। আমার মনে হয় না।’’ সচিবের কথায়, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা দেওয়ায় বিশ্বাস করেন। ...তিনি চান বাণিজ্য যেন সকলের জন্য ভাল এবং স্বচ্ছ হয়।’’