ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ে গেল ২৪ পয়সা। শুক্রবার দিনের শেষে এক ডলার দাঁড়াল ৬৭.০৫ টাকায়। যা গত তিন সপ্তাহের মধ্যে সব থেকে কম। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এর কারণ মূলত তিনটি— (১) বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়ায় তা কিনতে আমদানিকারীদের মধ্যে ডলারের চাহিদা বাড়া (২) ব্যাঙ্কগুলির ডলার কেনা (৩) শেয়ার বাজারের মুখ নীচের দিকে থাকা। সেনসেক্স এ দিন ৪৬ পয়েন্ট পড়ে দাঁড়ায় ২৮,০৭৭ পয়েন্টে। তবে স্টেট ব্যাঙ্কের শেয়ার দর বেড়েছে ৪.১৫%। তাদের সঙ্গে পাঁচ সহযোগী ব্যাঙ্ক ও মহিলা ব্যাঙ্ককে মেশানোর বিষয়টিতে পর্ষদের ছাড়পত্র পাওয়াই যার কারণ।