provident Fund

ঝক্কি কমাতে নিয়মে বদল

নির্মলা সীতারমন এক্স-এ লিখেছেন, সম্প্রতি নজরে এসেছে, পুরনো নমিনি বাতিল বা নমিনি নথিবদ্ধ করার জন্য অনেক আর্থিক প্রতিষ্ঠান ফি নিচ্ছে। এর পরে আর কোনও ধোঁয়াশা থাকবে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ০৮:০৪
Share:
নির্মলা সীতারামন।

নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।

এখন থেকে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা তুলতে অনলাইনে আবেদনপত্রের সঙ্গে ব্যাঙ্কের বাতিল চেক অথবা নিয়োগকারীর অ্যাটেস্ট করা পাসবুক আর আপলোড করতে হবে না। গ্রাহকের হয়রানি কমাতে পিএফ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে আজ বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।

Advertisement

অন্য দিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ দিনই জানান, এখন থেকে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে লগ্নিকারী তাঁর নমিনি বদলে নতুন নাম দিতে চাইলে অথবা অতিরিক্ত নমিনি যোগ করতে চাইলেও কোনও ফি দিতে হবে না। আগে ৫০ টাকা খরচ করতে হত। নতুন নিয়মের কথা জানিয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। বলা হয়েছে, ব্যাঙ্ক এবং ডাকঘরের কোনও সরকারি জমা প্রকল্পেই নমিনির নাম বাতিল করতে অথবা নতুন নমিনি নথিবদ্ধ করতে হলে ফি লাগবে না।

নির্মলা এক্স-এ লিখেছেন, সম্প্রতি নজরে এসেছে, পুরনো নমিনি বাতিল বা নমিনি নথিবদ্ধ করার জন্য অনেক আর্থিক প্রতিষ্ঠান ফি নিচ্ছে। এর পরে আর কোনও ধোঁয়াশা থাকবে না।

Advertisement

সংশ্লিষ্ট মহলের মতে, পিএফের টাকা পেতে অনলাইনে বাতিল চেক জমার নিয়ম উঠে যাওয়ায় আবেদনের টাকা দ্রুত পাবেন সদস্যেরা। অন্য দিকে অ্যাটেস্ট সংক্রান্ত ঝামেলা থেকে রেহাই মিলবে। টাকা তোলার জন্য অনলাইনে আবেদনপত্রের সঙ্গে বাতিল চেক এবং পাসবুকের প্রতিলিপি জমা না দেওয়ার ব্যবস্থা গত বছর মে মাস থেকেই পরীক্ষামূলক ভাবে সীমিত মাত্রায় চালু করেন পিএফ কর্তৃপক্ষ। এ দিন থেকে তা সকলের জন্য শুরু করা হল।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement