তিন ঘোড়ার টানেই গতি ডিজিটাল রথে 

শুক্রবার ইনফোকম ২০১৮-তে সেই পথে আগামী দিনে ডিজিটাল প্রযুক্তিতে নতুন ঢেউয়ের ইঙ্গিত মিলল।  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ০২:৩৩
Share:

আশাবাদী: ইনফোকমের মঞ্চে মাইক্রোসফট কর্তা। —নিজস্ব চিত্র।

তথ্য (ডেটা) বেড়েছে বিপুল। হার্ড ডিস্ক ছাপিয়ে তা ভরা থাকছে ক্লাউডে। দ্রুত গতিতে তাকে পৌঁছে দিচ্ছে ব্রডব্যান্ড, ৪জি প্রযুক্তি। শোনা যাচ্ছে ৫জি-র কথাও। সেই সঙ্গে কমছে প্রযুক্তির খরচও। আর মূলত এই তিন ঘোড়ার টানেই দ্রুত ছুটছে ডিজিটাল রথ। শুক্রবার ইনফোকম ২০১৮-তে সেই পথে আগামী দিনে ডিজিটাল প্রযুক্তিতে নতুন ঢেউয়ের ইঙ্গিত মিলল।

Advertisement

এ দিন এই ‘ডেটা বিস্ফোরণে’র ছবি তুলে ধরলেন মাইক্রোসফট ইন্ডিয়ার সিওও মিতুল পটেল। তাঁর দাবি, বিশ্বে আমজনতা দিনে গড়ে ১.৫ জিবি ডেটা ব্যবহার করছেন। স্মার্ট হোমে ৫০ জিবি। স্বয়ংক্রিয় গাড়িতে ৫ টিবি। তেমনই কমছে প্রযুক্তির খরচও। যেমন, ২০০৭ সালের তুলনায় এখন ড্রোন তৈরির খরচ মাত্র ১%। সেই সময়ের তুলনায় স্মার্টফোন তৈরির খরচ ২%। শিল্পের রোবট তৈরির খরচও নেমে এসেছে ৩ শতাংশে।

ডিজিটাল প্রযুক্তির অনন্ত সম্ভাবনার পাশাপাশি অপব্যবহারের উদ্বেগের কথাও উঠছে। তবে মিতুল জোর দিয়েছেন প্রযুক্তির ব্যবহারের ইতিবাচক দিকগুলির উপরে। যেমন গাড়ি চালানোর সময়ে চালকের চোখে ঘুম নেমে আসছে কি না, তাঁর দাবি, তার আঁচ দেবে প্রযুক্তিই। স্বাস্থ্য এবং কৃষির উন্নয়নেও ডিজিটাল প্রযুক্তির আগামী দিনের বিপুল সম্ভাবনার কথাও এ দিন তুলে ধরেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement