Diesel

চুপিসাড়ে বাড়ছে ডিজেল

টানা ৮২ দিন থমকে থাকার পরে গত ৭ জুন থেকে দুই জ্বালানির দাম ফের বাড়াতে শুরু করে তেল সংস্থাগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ০২:৪২
Share:

প্রতীকী ছবি।

গত ১৯ দিন ধরে থমকে পেট্রল। চড়া দরেই। আর এই সময়ের মধ্যেই ডিজেলের দাম বেড়েছে মোট ছ’দিন। শনিবারও কলকাতায় ডিজেলের দাম লিটারে ১৮ পয়সা বেড়েছে। ইন্ডিয়ান অয়েলের পাম্পে তা বিক্রি হয়েছে ৭৬.৬৭ টাকায়। মেট্রো শহরগুলির মধ্যে এ দিন কলকাতাতেই ডিজেলের দর সবচেয়ে বেশি বেড়েছে। দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে তা বেড়েছে যথাক্রমে ১৭ পয়সা, ১৫ পয়সা ও ১৩ পয়সা।

Advertisement

টানা ৮২ দিন থমকে থাকার পরে গত ৭ জুন থেকে দুই জ্বালানির দাম ফের বাড়াতে শুরু করে তেল সংস্থাগুলি। সেই সময় থেকে এখনও পর্যন্ত লিটারে পেট্রল বেড়েছে মোট ৮.৮০ টাকা। আর ডিজেল ১১.০৫ টাকা। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, করোনা সঙ্কটের মধ্যে জ্বালানির দরের ছেঁকায় বেড়ে চলেছে পরিবহণ খরচও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement