মেয়াদ পূর্তির পরে করছাড়ের সুবিধা না-থাকায় নিউ পেনশন স্কিম (এনপিএস) এখনও জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। অথচ প্রায় একই রকম সামাজিক সুরক্ষা প্রকল্পে ওই সুবিধা পান গ্রাহকেরা। ফলে এই পেনশন প্রকল্প চালু হওয়ার পরে তার সদস্য সংখ্যা এখনও ১ কোটি ছাড়ায়নি। এই অভিযোগ নিয়ন্ত্রক সংস্থা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি-র সদস্য বি এস ভাণ্ডারীর।
তিনি জানান, তাঁরা ইতিমধ্যেই এ নিয়ে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন, আবারও জানাবেন। তাঁর দাবি, এ পর্যন্ত এনপিএসে সামিল হয়েছেন ৯২ লক্ষ সদস্য। তহবিলের পরিমান ৮৬,৫০০ কোটি টাকা। শুক্রবার পেনশন ও বিমা নিয়ে শহরে দ্য ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (আইসিএআই) আয়োজিত সভায় ভাণ্ডারী বলেন, ‘‘প্রভিডেন্ট ফান্ড বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মতো প্রকল্পে শুধু টাকা জমা দেওয়ার সময়েই নয়, মেয়াদ পূর্তির পরে পাওয়া টাকার উপরেও করছাড়ের ব্যবস্থা রয়েছে। অথচ এই সুবিধা থেকে বঞ্চিত এনপিএস।’’ এনপিএসের ক্ষেত্রে টাকা জমা দেওয়ার সময়ে করছাড় থাকলেও মেয়াদ পূর্তির পরে হাতে পাওয়া টাকার উপর কর গুনতে হয় লগ্নিকারীকে।