গ্লেনমার্কের বিরুদ্ধে নির্দেশ

পেটেন্ট মামলায় দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল ওষুধ নির্মাতা সংস্থা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। বুধবার এক নির্দেশে আদালত জানিয়েছে, ডায়াবেটিসের ওষুধ জিটা এবং জিটা-মেট তৈরি, বিক্রি, এই সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়া এবং রফতানি করতে পারবে না ভারতীয় সংস্থাটি। গ্লেনমার্কের বিরুদ্ধে পেটেন্ট আইন ভাঙার অভিযোগে এই মামলা করেছিল মার্কিন ওষুধ নির্মাতা মার্ক শার্প অ্যান্ড ডোহমে (এমএসডি)।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ০২:১৮
Share:

পেটেন্ট মামলায় দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল ওষুধ নির্মাতা সংস্থা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। বুধবার এক নির্দেশে আদালত জানিয়েছে, ডায়াবেটিসের ওষুধ জিটা এবং জিটা-মেট তৈরি, বিক্রি, এই সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়া এবং রফতানি করতে পারবে না ভারতীয় সংস্থাটি। গ্লেনমার্কের বিরুদ্ধে পেটেন্ট আইন ভাঙার অভিযোগে এই মামলা করেছিল মার্কিন ওষুধ নির্মাতা মার্ক শার্প অ্যান্ড ডোহমে (এমএসডি)। এ দিন রায় দিতে গিয়ে হাইকোর্ট জানিয়েছে, গ্লেনমার্ক শুধুমাত্র কম দামে ওষুধটি বিক্রি করে বলেই, তাদের আইন ভেঙে সেটি তৈরির অনুমতি দেওয়া যায় না। রায়ে সন্তোষ প্রকাশ করেছে এমএসডি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement