Defence Stock Price Hike

যুদ্ধবিমান, কপ্টার থেকে রণতরী, ভারত-পাক সংঘাত তীব্র হতেই চড়চড়িয়ে বাড়ল প্রতিরক্ষা স্টক

পহেলগাঁও জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়তেই ঊর্ধ্বমুখী হল প্রতিরক্ষা সংস্থাগুলির শেয়ারের দাম। তালিকায় রয়েছে কোন কোন স্টক?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৮:৩৬
Share:
Representative Picture

—প্রতীকী ছবি।

পহেলগাঁও জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সংঘাতের আবহে চড়চড়িয়ে বা়ড়ল প্রতিরক্ষা সংস্থাগুলির শেয়ারের দর। সোমবার, ২৮ এপ্রিল পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল), ডেটা প্যাটার্নস (ইন্ডিয়া), হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) এবং ভারত ডায়নামিক্সের স্টকের দাম ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তালিকায় নাম রয়েছে যুদ্ধজাহাজ নির্মাণকারী মাজ়গাঁও ডক শিপবিল্ডার্ড লিমিটেডেরও।

Advertisement

এ দিন ৬,৯১২.৯০ পয়েন্টে পৌঁছে দৌড় থামায় নিফটি ইন্ডিয়া ডিফেন্স। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) প্রতিরক্ষা সংস্থাগুলির শেয়ার সূচক ২৭২.২৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। শতাংশের নিরিখে যেটা প্রায় ৪.১। দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এই স্টকগুলির দাম আরও ঊর্ধ্বমুখী হবে বলে ইঙ্গিত দিয়েছেন বাজার বিশ্লেষকেরা।

সোমবার সপ্তাহের প্রথম দিনে প্রায় ১০০ টাকা বৃদ্ধি পায় পারস ডিফেন্সের শেয়ারের দাম। বর্তমানে এর এক একটি স্টকের দর ১,১৪২ টাকায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ, এতে ৯.২৭ শতাংশ বৃদ্ধি লক্ষ করা গিয়েছে। অন্য দিকে, ডেটা প্যাটার্নসের স্টকের দর বেড়েছে ১৩৪ টাকা। ফলে ৬.৩৯ শতাংশ চড়ে এর শেয়ার পৌঁছেছে ২,২২০ টাকায়।

Advertisement

এ ছাড়া হ্যাল ও ভারত ডায়নামিক্সের প্রায় ছ’শতাংশ, মাজ়গাঁও ডকের প্রায় পাঁচ শতাংশ এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের স্টকের দাম প্রায় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই চারটি সংস্থার শেয়ার দাঁড়িয়ে রয়েছে যথাক্রমে ৪,৪৩০ টাকা, ১,৪৯০.২০ টাকা, ২৭৮৮ টাকা এবং ৩০৫.৩০ টাকায়।

উল্লেখ্য, এ দিন হাজার পয়েন্ট বৃদ্ধি পেয়ে ফের ৮০ হাজারের গণ্ডি টপকে যায় সেনসেক্স। বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) শেয়ার সূচক বেড়েছে ১.২৭ শতাংশ। অন্য দিকে ২৪,৩২৮.৫০ পয়েন্টে গিয়ে দৌড় থামায় নিফটি-৫০। এনএসইর এই স্টকের সূচক চড়েছে ২৮৯ পয়েন্ট। অর্থাৎ, এতে ১.২০ শতাংশের ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। বিএসইতে ছোট এবং মাঝারি পুঁজির সংস্থাগুলির শেয়ারের দর বেড়েছে যথাক্রমে ০.৪ এবং ১.৩ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement