ফাইল চিত্র।
কলকাতার ব্যাটারি সংস্থা এভারেডি ইন্ডাস্ট্রিজ়ের রাশ হাতে নিতে ইচ্ছুক ডাবর। এ জন্য সংস্থায় আরও ২৬% কিনতে চেয়ে ‘ওপেন অফার’ দেওয়ার কথা স্টক এক্সচেঞ্জগুলিকে জানিয়েছে বর্মণ পরিবারের সংস্থাটি। এভারেডিতে ৫.২৬% হাতে নিয়ে ডাবরের শেয়ার এখন ২৫.১১%। তারা আরও ২৬% নিয়ে সংস্থার রাশ হাতে নিতে চায়। বক্তব্য, এভারেডি ব্র্যান্ডের সম্ভাবনা যথেষ্ট। সেটির ঠিক দিশাও জরুরি।
প্রায় দু’দশক ধরে এভারেডির নিয়ন্ত্রণ কলকাতার বি এন খৈতান গোষ্ঠীর হাতে। নব্বইয়ের দশকে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া সংস্থাটিকে হাতে নিয়ে সেটিরই নাম বদলে করে এভারেডি ইন্ডাস্ট্রিজ় ইন্ডিয়া। তবে বছর দুয়েক ধরে আর্থিক সঙ্কটের মোকাবিলায় সংস্থায় খৈতানদের অংশীদারি ৪৪.১% থেকে কমে দাঁড়িয়েছে ৪.৮ শতাংশে।