— প্রতীকী চিত্র।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (আইবিএ) সঙ্গে কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্কস ইউনিয়নের (ইউএফবিইউ) বৈঠক ব্যর্থ হল। ফলে আগামী ২৪ ও ২৫ মার্চের ব্যাঙ্ক ধর্মঘট কার্যত অবশ্যম্ভাবী হয়ে উঠল। ইউএফবিইউ জানিয়েছে, বৈঠকে তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা হলেও তা নিষ্ফলা ভাবে শেষ হয়েছে। উল্লেখ্য, ধর্মঘট দু’দিনের হলেও তার আগের দু’দিন (২২ ও ২৩ মার্চ) যথাক্রমে মাসের চতুর্থ শনিবার এবং রবিবার। ফলে টানা চার দিন ব্যাঙ্কে কাজ হবে না। ভুগতে হবে গ্রাহকদের। তবে ইউএফবিইউ-র আহ্বায়ক সুদীপ দত্ত জানিয়েছেন, ১৮ মার্চ কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে তাঁদের। আপাতত সে দিকেই তাকিয়ে রয়েছে সমস্ত পক্ষ।
ব্যাঙ্কের কর্মী ও অফিসারদের ইউনিয়নগুলির অভিযোগ, বহু পদ দীর্ঘদিন ধরে খালি। সেখানে নিয়োগ হয়নি। কর্মীর অভাবে গ্রাহক পরিষেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি, পাঁচ দিনের সপ্তাহ চালু করতে আইবিএ-র সঙ্গে ইউনিয়নগুলির চুক্তি হলেও, তা কার্যকর করা হয়নি। আইবিএ তাদের সুপারিশ কেন্দ্রকে পাঠিয়েছে। কিন্তু সরকার তা কার্যকর করছে না। এক সময়ে সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পর্ষদে অফিসার ও কর্মীদের প্রতিনিধি থাকতেন। বহু দিন ওই সব পদ পূরণ হয়নি। এ ব্যাপারেও কর্তৃপক্ষের সংগঠনের কাছে দাবি জানিয়েছে কর্মী সংগঠনগুলি। সম্প্রতি কেন্দ্রের আর্থিক পরিষেবা দফতর এক নির্দেশিকায় কর্মীদের কাজের পর্যালোচনা এবং তার উপরে ভিত্তি করে উৎসাহ ভাতা চালু করার কথা বলেছিল। সেই নির্দেশিকা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সংগঠনগুলি।
ব্যাঙ্ক কর্মীদের সংগঠন এআইবিইএ-র সভাপতি নাগর বলেন, ‘‘বৃহস্পতিবার কর্মী সংগঠনগুলিকে বৈঠকে ডেকেছিল আইবিএ। কিন্তু কোনও সমাধানসূত্র বার হয়নি। ফলে ধর্মঘটের ডাক বহাল আছে।’’