তেল বাবদ অসম বছরে ৬০০০ কোটি টাকা রাজস্ব পেলেও, নাগাল্যান্ড প্রায় ১৮০০ কোটি টাকা রাজস্ব হারাবে। প্রতীকী ছবি।
দুই রাজ্যের স্বার্থে সীমানার বিতর্কিত অংশে খনিজ তেল অনুসন্ধানের কাজ চালানোর ব্যাপারে নীতিগত ভাবে সহমত হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। দিল্লিতে এ নিয়ে বৈঠক করেছেন তাঁরা। ঠিক হয়েছে বিতর্কিত এলাকায় উত্তোলন হলে রাজস্ব ভাগ করবে দুই রাজ্য। তার পরিমাণের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
রিও রাজ্যে ফিরে এ ব্যাপারে বিধানসভায় আলোচনা করবেন। কারণ, নাগাল্যান্ড অসমের দিসই উপত্যকা, গেলেকি ও মেরাপানির অনেকটা অংশ নিজেদের বলে দাবি করছে। তেল নিয়ে চুক্তির ফলে আগের স্থিতাবস্থা বজায় থাকলে ওই তিনটি এলাকা থেকে ওঠা তেল বাবদ অসম বছরে ৬০০০ কোটি টাকা রাজস্ব পাবে কিন্তু নাগাল্যান্ড প্রায় ১৮০০ কোটি টাকা রাজস্ব হারাবে।