Coronavirus Lockdown

পথে ঘুরবে এটিএমের গাড়ি

এইচডিএফসি ব্যাঙ্ক এর আগে এই ভ্রাম্যমাণ এটিএমের সুবিধা এনেছে মুম্বই, নয়াদিল্লি-সহ কিছু শহরে। তারা জানিয়েছে, কলকাতায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তা দেওয়া হবে। প্রতিদিন ৩টি থেকে ৫টি অঞ্চলে ঘুরে বেড়াবে এটিএমের গাড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ০৬:২৫
Share:

প্রতীকী ছবি।

লকডাউনে স্তব্ধ জীবন। করোনার সঙ্গে লড়াইয়ে বাইরে বেরোনো মানা। তাই গ্রাহক যাতে সহজে টাকা তুলতে পারেন, সে জন্য ভ্রাম্যমাণ (মোবাইল) এটিএম পরিষেবা চালুর কথা ভাবছে বেশ কিছু ব্যাঙ্ক। এতে এটিএমের গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের গাড়ি। এইচডিএফসি ব্যাঙ্ক বুধবারই ওই পরিষেবা চালু করেছে কলকাতায়। কিছু ব্যাঙ্ক জানিয়েছে, তারা অন্য কয়েকটি রাজ্যে এনেছে পরিষেবাটি। এ বার কলকাতাতেও চালুর কথা ভাবছে।

Advertisement

স্টেট ব্যাঙ্কের দাবি, কলকাতায় ভ্রাম্যমান এটিএম চালুর জন্য তারা পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছে। অ্যাক্সিস ব্যাঙ্ক জানিয়েছে, আপাতত এই ব্যবস্থা খতিয়ে দেখছে তারা। তার পরে নেওয়া হবে সিদ্ধান্ত।

এইচডিএফসি ব্যাঙ্ক এর আগে এই ভ্রাম্যমাণ এটিএমের সুবিধা এনেছে মুম্বই, নয়াদিল্লি-সহ কিছু শহরে। তারা জানিয়েছে, কলকাতায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তা দেওয়া হবে। প্রতিদিন ৩টি থেকে ৫টি অঞ্চলে ঘুরে বেড়াবে এটিএমের গাড়ি। কোন কোন অঞ্চলে তা দেওয়া হবে, স্থানীয় পুরসভার সঙ্গে কথা বলে ঠিক হবে।

Advertisement

আরও পড়ুন: জিয়ো-ফেসবুকের গাঁটছড়ায় খুলে যাবে ক্ষুদ্র বাণিজ্যের নতুন দিগন্ত, মত অর্থনীতিবিদদের


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement