Spectrum

ভারতে স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টন কী ভাবে? লড়াইয়ে মাস্ক থেকে মুকেশ

সংশ্লিষ্ট মহলের মতে, সাধারণত দু’ভাবে স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টন হতে পারে। নিলাম করে বা সংস্থাগুলিকে তা বরাদ্দের মাধ্যমে। জিয়ো, ভোডাফোন আইডিয়া, এয়ারটেল রয়েছে নিলামের পক্ষে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ০৮:১৮
Share:

—প্রতীকী চিত্র।

কৃত্রিম উপগ্রহ ভিত্তিক (স্যাটেলাইট) স্পেকট্রাম নিয়ে জমে উঠেছে বিতর্ক। যার আঁচ পড়ল মঙ্গলবার ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের মঞ্চে। সেখানে এই ক্ষেত্রে প্রতিযোগিতা তৈরি করতে সংস্থাগুলির জন্য লাইসেন্স ফি চালু ও স্পেকট্রাম কেনার পক্ষে সওয়াল করলেন ভারতী এয়ালটেলের কর্ণধার সুনীল ভারতী মিত্তল। তার পরেই এক্স-এ স্টারলিঙ্কের কর্ণধার ইলন মাস্ক প্রশ্ন করেন, ভারতে তাঁর সংস্থা পরিষেবা দিতে গিয়ে সমস্যায় পড়বে কি না। যদিও পরে ওই মঞ্চেই টেলিকমমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, সারা বিশ্বের মতো ভারতেও বণ্টন করা হবে স্যাটেলাইট স্পেকট্রাম। যার দর ও তার ফর্মুলা স্থির করবে টেলি নিয়ন্ত্রক ট্রাই। পাশাপাশি সভার উদ্বোধনে মানুষের সুরক্ষার জন্য কৃত্রিম মেধা ও উন্নত প্রযুক্তি ঠিকমতো ব্যবহারের নীতির কাঠামো তৈরির সময় এসেছে বলে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংশ্লিষ্ট মহলের মতে, সাধারণত দু’ভাবে স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টন হতে পারে। নিলাম করে বা সংস্থাগুলিকে তা বরাদ্দের মাধ্যমে। জিয়ো, ভোডাফোন আইডিয়া, এয়ারটেল রয়েছে নিলামের পক্ষে। স্টারলিঙ্ক, অ্যামাজ়নের শাখা কুইপারের মতো সংস্থা চায় স্পেকট্রাম বরাদ্দ হোক। এই অবস্থায় স্বচ্ছতার সঙ্গে স্পেকট্রাম সংস্থাগুলির হাতে পৌঁছনো নিশ্চিত করতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছিল জিয়ো। এর পরেই মাস্ক বার্তা দেন, ভারত স্পেকট্রাম নিলাম করলে সেটা হবে ‘অভূতপূর্ব’। সংশ্লিষ্ট মহলের মতে, সিন্ধিয়ার মন্তব্যে সেই প্রশ্নের উত্তর মিলল।


Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement