Market Price

‘ভুল নীতিতেই খাবারে ধাক্কা’

বুধবার এক্স-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো ভিডিয়ো পোস্ট করেন দলেরসাধারণ সম্পাদক জয়রাম রমেশ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০৭:৪৭
Share:

জয়রাম রমেশ। —ফাইল ছবি।

মোদী সরকারের ‘ভুল নীতির’ জেরে দাম এমন জায়গায় পৌঁছেছে যে গরিব মানুষের খাবারের পাত থেকে আলু, পেঁয়াজ ও টোম্যাটো হারিয়ে যাচ্ছে বলে আক্রমণ করল কংগ্রেস। বুধবার এক্স-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো ভিডিয়ো পোস্ট করেন দলেরসাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সেখানে মোদীকে এই তিনটি খাবারেরগুরুত্বের কথা বলতে শোনা গিয়েছে। রমেশের প্রশ্ন, ‘‘এটা কোন ধরনের অগ্রাধিকার? যেখানে এগুলির দাম আকাশ ছুঁয়েছে? আনাজের মূল্যবৃদ্ধি ৪২%। টোম্যাটোর ১৬১.৩%, আলুর ৬৪.৯% এবং পেঁয়াজের ৫১.৮%।’’

Advertisement

তাঁর কটাক্ষ, ‘‘খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি দুই অঙ্কের ঘরে। অক্টোবরে আনাজের দাম বেড়েছে ৪২.১৮%। মুম্বইয়ে পেঁয়াজ কেজিতে ৮০ টাকা। খুচরো মূল্যবৃদ্ধি রিজ়ার্ভ ব্যাঙ্কের ৬ শতাংশের সহনসীমার উপরে। ...এ সবই হচ্ছে যখন দেশে চাহিদায় ধাক্কা লেগেছে, লগ্নির খরা চলছে, বাড়ছে নাবেতন ও বেকারত্ব চড়া। অথচ কেন্দ্র দামে লাগাম পরাতে চাইছে মূল্যবৃদ্ধির মাপকাঠি থেকে খাবারকে বাদ রেখে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement