Motorbike Showroom

দু’চাকার গাড়ি বিক্রি ঘিরে উদ্বেগ বহাল

গত মাসেই প্রথম বাণিজ্যিক গাড়ির বিক্রি অতিমারির আগের সময়কে ছাপিয়ে গিয়েছে। ২০১৯-এর জুনের তুলনায় তা বেড়েছে ১.৫%।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ০৭:০১
Share:
An image of Bike

—প্রতীকী চিত্র।

দেশের খুচরো বাজারে প্রায় সব রকম গাড়ির ব্যবসাই একে একে কোভিড-পূর্ব সময়কে ছাপিয়ে গিয়েছে। বিপণি (শো-রুম) থেকে সেগুলির বিক্রি ক্রমশ বাড়ছে। ব্যতিক্রম শুধু দু’চাকা। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও দু’চাকা ছাড়া অন্যগুলির বিক্রি বাড়তে দেখা যাচ্ছে। সম্প্রতি খুচরো বিপণি থেকে জুনের বিক্রির যে পরিসংখ্যান প্রকাশ করেছে গাড়ি বিক্রেতাদের (ডিলার) সংগঠন ফাডা, তাতেই স্পষ্ট হয়েছে এই উদ্বেগের দিক। সংশ্লিষ্ট মহলের দাবি, কেন্দ্র ভর্তুকি ছাঁটাই করার কারণেই ধাক্কা খেয়েছে বৈদ্যুতিক দু’চাকার ব্যবসা।

Advertisement

কোভিডের জেরে বিক্রিতে যে ভাটা পড়েছিল, তা কাটিয়ে বেশ কিছু দিন হল চাঙ্গা হয়েছে যাত্রিবাহী এবং তিন চাকার গাড়ি। বিক্রি বেড়েছে বাণিজ্যিকেরও। তবে ফাডার দাবি, গত মাসেই প্রথম বাণিজ্যিক গাড়ির বিক্রি অতিমারির আগের সময়কে ছাপিয়ে গিয়েছে। ২০১৯-এর জুনের তুলনায় তা বেড়েছে ১.৫%।

সংগঠনটির প্রেসিডেন্ট মণীশ রাজ সিঙ্ঘানিয়া জানান, গত বছরের জুনের থেকে এ বার সব ধরনের গাড়ি মিলিয়ে বিক্রি বেড়েছে প্রায় ১০%। ২০১৯-এর জুনের থেকেও দু’চাকা বাদে সবক’টি বিকিয়েছে বেশি। তবে দু’চাকার গাড়ি ধরলে সার্বিক বিক্রি প্রায় ৩% কমেছে। অর্থাৎ এখনও কাঁটা এটিই। যার বাজার মূলত গ্রামাঞ্চল। তাঁর দাবি, মূলত ঝিমিয়ে থাকা গ্রামীণ অর্থনীতি, গাড়ির দাম বৃদ্ধি ইত্যাদি দু’চাকার ব্যবসায় বাধা।

Advertisement

গত মাস থেকে বৈদ্যুতিক দু’চাকার গাড়িতে ‘ফেম’ প্রকল্পে আর্থিক ভর্তুকির সুবিধা ছাঁটাই করেছে কেন্দ্র। ফলে এই ব্যবসা নিয়ে আশঙ্কা ছিলই। ফাডার তথ্য অনুযায়ী, জুনের এগুলির বিক্রি তার আগের মাসের তুলনায় ৫৬% কমে গিয়েছে। আগের বছরের জুনের তুলনায় অবশ্য বিক্রি বৃদ্ধির হার ৩.২১%।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement