—প্রতীকী চিত্র।
শেয়ার বাজার বহু দিন ধরেই অস্থির। চলতি মাসের গোড়া থেকে ঠিক যেন পেন্ডুলামের মতো দুলছে সূচক। কখনও বিপুল উঠছে সেনসেক্স, কখনও পড়ছে মুখ থুবড়ে। এমনই তার ওঠানামা যে, ছ’দিনে উত্থানের অঙ্ক প্রায় ১৬৯৫, পতন মোট ৩৮৫৬।
বিশেষজ্ঞ আশিস নন্দীর দাবি, এ থেকে স্পষ্ট চূড়ান্ত অস্থির বাজার। দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটছে, যার জেরে লগ্নিকারীরা দিশা খুঁজে পাচ্ছেন না। কখনও দ্রুত শেয়ার কিনছেন, তার পরেই তড়িঘড়ি বেচে দিচ্ছেন। তাঁর কথায়, ‘‘আসলে নানা রকম পরস্পর বিরোধী খবর আসছে। যেমন, হঠাৎ জানা গেল আমেরিকায় মন্দার আশঙ্কা। আবার শুক্রবারের খবর, সেখানে কর্মসংস্থান বেড়েছে। দেশে সরকার বাজেটে মূলধনী লাভকর বাড়িয়েছে। এখন আবার তা কমল। তার উপর পশ্চিম এশিয়া আরও উত্তপ্ত হয়েছে। আগাম লেনদেনের ক্ষেত্রেও কেন্দ্র ও সেবি যে সব পদক্ষেপ করছে, তাতে হাতের শেয়ার বেচছেন বহু লেনদেনকারী।’’
আশিসের পাশাপাশি বিশেষজ্ঞ কমল পারেখেরও বার্তা, সাধারণ লগ্নিকারীদের উচিত খুব সাবধানে পা ফেলা। একসঙ্গে বেশি লগ্নি না করে, কিস্তিতে ধাপে ধাপে শেয়ার কেনাই ভাল। সতর্ক হয়ে বাছতে হবে সংস্থা।