— প্রতীকী চিত্র।
সোনার দামে হাত পুড়ছে ক্রেতার। বিয়ের বাজার করতে গিয়ে বিপাকে স্বল্প ও সাধারণ আয়ের মানুষেরা। তার মধ্যেই শুক্রবার কলকাতার বাজারে মাত্র ১০ গ্রাম খুচরো সোনা (২৪ ক্যারাট) কেনার খরচ এই প্রথম পেরোল ৯৯,০০০। জিএসটি ধরে দাম ৯৯,২৯২ টাকা। অর্থাৎ মূল দাম এ দিনের ৯৬,৪০০ টাকা থেকে আর একটু বাড়লেই খরচ ছোঁবে এক লাখ। নজির গড়ে গয়নার সোনাও (২২ ক্যারাট) ৯১,৬০০ টাকা হয়েছে। জিএসটি নিয়ে তা ৯৪,৩৪৮ টাকা।
ইতিমধ্যেই চড়া দামে পয়লা বৈশাখের বাজার মার গিয়েছে মূলত ছোট-মাঝারি গয়নার দোকানের। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার ব্যবসা নিয়েও চিন্তা বাড়ছে। এগুলির সংগঠন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দার বলেন, ‘‘ব্যবসার জন্য তাকিয়ে থাকি মূলত পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া এবং ধনতেরসের দিকে। পয়লা বৈশাখে ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। অক্ষয়া তৃতীয়া নিয়েও ধন্দে রয়েছি। হালকা গয়নার চল উঠেছে ঠিকই। তবে পাঁচ গ্রামের আংটি কিনতেও কর, মজুরি সমেত পড়ছে প্রায় ৫৫-৬০ হাজার টাকা। যে সাধারণ মানুষের কেনাকাটায় ব্যবসা বাড়ে, তাঁরা অত টাকা পাবেন কোথায়?’’
অঞ্জলি জুয়েলার্সের ডিরেক্টর অনর্ঘ উত্তীয় চৌধুরী অবশ্য বলছেন, ‘‘ক্রেতারা সোনা কেনা বন্ধ করেননি। কারণ, তাঁরা বুঝেছেন এটিই একমাত্র সুরক্ষিত লগ্নি। অল্প অল্প করে হলেও সোনা কেনার কোনও বিকল্প নেই।’’
অঙ্কুরহাটি জেম অ্যান্ড জুয়েলারি পার্কের সভাপতি অশোক বেঙ্গানীর দাবি, ‘‘ভূ-রাজনৈতিক জটিলতা এবং শুল্ক যুদ্ধের কারণে সুরক্ষার খোঁজ পড়েছে। তাই সোনায় লগ্নি বাড়ছে দ্রুত। বিশেষত বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনা কিনে আর্থিক সঙ্কট সামলানোর ক্ষমতা বাড়াচ্ছে। যে ভাবে বিশ্ব জুড়ে ডলারের দাম পড়ছে এবং সোনার দাম বাড়ছে, তাতে আগামী দিনে পণ্যের দাম মেটানোর মাধ্যম হিসেবে সোনার ব্যবহার শুরু হলে আমি অবাক হব না।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে