—প্রতীকী চিত্র।
চিনা ইস্পাত আমদানিতে শুল্ক বসিয়েছে আমেরিকা-সহ কিছু দেশ। আর এতেই প্রমাদ গুনছে ভারতের ইস্পাত উৎপাদনকারী সংস্থাগুলি। তাদের উদ্বেগ, চিন এ বার ভারতে রফতানি আরও বাড়াবে। ইতিমধ্যেই তাদের সস্তার ইস্পাত বাজারের বেশ খানিকটা দখল করেছে। সেগুলির জোগানে দেশীয় পণ্য আরও ধাক্কা খাবে। খেলনা, বৈদ্যুতিন সামগ্রী-সহ বিভিন্ন ক্ষেত্রে যে সঙ্কট বারবার সরকার ও শিল্পের মাথাব্যথা বাড়িয়েছে।
এই সমস্যা মেটানোর জন্য পদক্ষেপ করতে বহু দিন ধরেই কেন্দ্রের কাছে দরবার করছে ভারতীয় ইস্পাত সংস্থাগুলি। কিন্তু সূত্রের দাবি, দেশে ইস্পাতজাত পণ্যের চাহিদা বাড়ায় কেন্দ্র ইস্পাত আমদানি নিয়ন্ত্রণের পথে হাঁটেনি। শুধু তা-ই নয়, সস্তার চিনা ইস্পাতের ধাক্কা লাগছে মূলত সেল, টাটা স্টিল, জিন্দল স্টিলের মতো ইস্পাত তৈরির সংস্থাগুলিতে। ইস্পাতজাত পণ্য তৈরির বিভিন্ন সংস্থা কিন্তু খুশি। তাদের একাংশের বক্তব্য, চিনা ইস্পাত সস্তা। চড়া মূল্যবৃদ্ধির বাজারে তাদের সুবিধা করে দিয়েছে প্রতিযোগিতায় এগোতে। সূত্রের খবর, সেই জন্যেও তার আমদানিতে রাশ টানার প্রশ্নে দোটানায় কেন্দ্র।
সংবাদ সংস্থার খবর, গত অর্থবর্ষে ভারতে ইস্পাত আমদানি ৩৮% বেড়ে হয়েছে ৮০,৩১,৯০০ টন। এর বড় অংশ চিন থেকে এসেছে। ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল অলোক সহায় বলেন, ‘‘ভারতে দ্রুত বাড়ছে ইস্পাত আমদানি। দেশীয় উৎপাদকেরা বড় সঙ্কটে পড়তে চলেছে। অবাধ আমদানির সমস্যা নিয়ে অভিযোগ জানিয়েছে তারা।’’