শেয়ার ছাড়ছে ক্যাফে কফি ডে

বাজারে শেয়ার ছেড়ে ১,১৫০ কোটি টাকা তুলতে চায় ভারতের বৃহত্তম কফি বিক্রির চেন ক্যাফে কফি ডে। সংশ্লিষ্ট সূত্রের খবর, ইতিমধ্যেই শেয়ার ইস্যুর জন্য বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) কাছে খসড়া আবেদনপত্র দাখিল করেছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০২:৩১
Share:

বাজারে শেয়ার ছেড়ে ১,১৫০ কোটি টাকা তুলতে চায় ভারতের বৃহত্তম কফি বিক্রির চেন ক্যাফে কফি ডে। সংশ্লিষ্ট সূত্রের খবর, ইতিমধ্যেই শেয়ার ইস্যুর জন্য বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) কাছে খসড়া আবেদনপত্র দাখিল করেছে তারা। সে ক্ষেত্রে বিষয়টিতে অনুমোদন পেতে দু’তিন মাস লাগতে পারে বলে জানিয়েছে ওই সূত্র। আর তার পরে আরও এক-দু’মাসের মধ্যে সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement