আয় বাড়াতে এ বার কয়লা থেকে রাসায়নিক তৈরির ব্যবসায় নামতে চায় কোল ইন্ডিয়া (সিআইএল)। আর এ জন্য প্রথম কারখানা গড়তে পশ্চিমবঙ্গকেই বেছে নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।
শুক্রবার কোল ইন্ডিয়ার এক কর্তা জানান, মিথানল কারখানা (কোল টু মিথানল কমপ্লেক্স) তৈরির জন্য ইতিমধ্যেই ডানকুনি কোল কমপ্লেক্সকে চিহ্নিত করা হয়েছে। রাসায়নিক তৈরির প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে রানিগঞ্জ খনি থেকে কয়লা এনে তৈরি করা হবে সিন্থেসিস গ্যাস (সিনগ্যাস)। পরবর্তী ক্ষেত্রে সেই গ্যাস ব্যবহার করা হবে মিথানল উৎপাদনে। এ জন্য সিনগ্যাস উৎপাদনে পারদর্শী সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করছে কোল ইন্ডিয়া। পাশাপাশি, বাণিজ্যিক ভাবে গ্যাস তৈরির প্রযুক্তির জন্য বিভিন্ন বিদেশি লাইসেন্স সংস্থার সঙ্গেও আলোচনা করা হচ্ছে বলে তাঁর দাবি।
উল্লেখ্য, আমদানি খরচ কমাতে দেশে কয়লা থেকে ইউরিয়া-সহ অন্যান্য রায়সায়নিক উৎপাদনের উপর জোর দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রও। এর মাধ্যমে পাঁচ বছরে খরচ ১,০০০ কোটি ডলার কমানো যাবে বলে তাদের দাবি। একই সঙ্গে কয়লা থেকে গ্যাস তৈরি করা গেলে পেট্রো পণ্য এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতা কমানো সম্ভব হবে বলে জানান কয়লা সচিব সুশীল কুমারও।
গত অর্থবর্ষে কোল ইন্ডিয়ার কয়লা উৎপাদন বৃদ্ধির হার প্রায় ৭৫% কমতে পারে বলে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছিলেন সংস্থার বিপণন বিভাগের ডিরেক্টর এস এন প্রসাদ। বিশেষ করে তালচেরে জমিদাতাদের পুনর্বাসন সংক্রান্ত সমস্যার জেরে উৎপাদন ব্যাহত হবে বলে জানান তিনি। পাশাপাশি, বিদ্যুৎ কেন্দ্রগুলি কয়লা কেনা কমানোর ফলে টান পড়েছে চাহিদায়। রয়েছে অপ্রচলিত বিদ্যুতের সঙ্গে প্রতিযোগিতাও। আর এ সবের জের কোল ইন্ডিয়ার পড়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের।
ওই একই সভায় বেঙ্গল বীরভুম কোলফিল্ডসের চেয়ারম্যান রানা সোম বলেন, এখন কয়লা সংস্থাগুলির উচিত শুধুমাত্র বিক্রির উপর নির্ভর করে না-থেকে বিকল্প আয়ের পথ খোঁজা। যার মধ্যে একটি হতে পারে কয়লা থেকে গ্যাস উৎপাদন। এর জন্য গবেষণায় কোল ইন্ডিয়ার জোর জেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ বার সেই পথেই হাঁটতে চলেছে কোল ইন্ডিয়া।