বিধি ভাঙার অভিযোগে জবাব কোছরের, দাবি সেবি-র

মঙ্গলবার সেবি চেয়ারম্যান অজয় ত্যাগীর দাবি, তাঁদের পাঠানো কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছে ব্যাঙ্ক ও চন্দা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:০৯
Share:

চন্দা কোছর। —ফাইল চিত্র।

ভিডিয়োকনকে আইসিআইসিআই ব্যাঙ্কের দেওয়া ঋণ সংক্রান্ত বিতর্কের ঘটনায় বিধি ভাঙার অভিযোগ তুলে ইতিমধ্যেই তদন্তে নেমেছে সেবি। আতসকাচের তলায়, ওই ব্যাঙ্ক, তার এমডি-সিইও চন্দা কোছর, ঋণগ্রহীতা ভিডোয়োকন ও সংস্থাটির সঙ্গে চন্দার স্বামী দীপক কোছরের ব্যবসায়িক লেনদেন।

Advertisement

মঙ্গলবার সেবি চেয়ারম্যান অজয় ত্যাগীর দাবি, তাঁদের পাঠানো কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছে ব্যাঙ্ক ও চন্দা। এ কথা জানান আইসিআইসিআই মুখপাত্রও। তবে তাঁরা সম্মতির ভিত্তিতে রফা চান বলে যে জল্পনা ছড়িয়েছে, তা অস্বীকার করেন। প্রসঙ্গত, ভিডিয়োকনের সঙ্গে দীপকের ব্যবসায়িক লেনদেনে স্বার্থের সংঘাত সংক্রান্ত ক্ষেত্রে নথিভুক্ত সংস্থার তথ্য প্রকাশের নিয়ম ভাঙার অভিযোগ তুলেছে সেবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement