নোট বাতিলের জেরে খুচরো মূল্যবৃদ্ধির পরে নভেম্বরে কমলো সার্বিক মূল্যবৃদ্ধিও। গত মাসে তা হয়েছে ৩.১৫%। মূলত শাক-সব্জি ও পেঁয়াজের মতো খাদ্যপণ্যের দাম সরাসরি কমাই এর অন্যতম কারণ বলে দাবি সরকারি পরিসংখ্যানে। অক্টোবরে এই হার ছিল ৩.৩৯%। তবে দর বেড়েছে আলু এবং ডালের। নভেম্বরে খুচরো মূল্যবৃদ্ধিও কমে হয়েছে ৩.৬৩%। এ অবস্থায় আরবিআইয়ের কাছে ফের সুদ কমানোর দাবি করেছে বণিকসভা ফিকি।