সাধারণ মানুষের স্বার্থেই রেলের জন্য আলাদা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গড়ে তোলা জরুরি বলে মনে করছে কেন্দ্র। তাই বিষয়টি বাস্তবায়িত করতে ভারতীয় রেল ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী সুরেশ প্রভু। তাঁর মতে এই নিয়ন্ত্রক সংস্থা হবে অনেকটা টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের আদলে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়াকে এর রূপরেখা তৈরি করার জন্য আর্জিও জানিয়েছেন তিনি।
যাত্রী পরিবহণের ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে তাঁদের পরিষেবা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করা বা ট্রেনের গতি বাড়ানো, সাম্প্রতিক কালে বিভিন্ন ক্ষেত্রেই বেসরকারি সংস্থার লগ্নি টানতে তৎপর হয়েছে রেল। রেল বাজেটেই বিষয়টির উপর বিশেষ ভাবে জোর দিয়েছেন প্রভু। কিন্তু প্রকল্পে অংশ নেওয়া বেসরকারি সংস্থাগুলি যাতে আমজনতার স্বার্থ বা তাঁদের স্বাভাবিক কর্মকাণ্ড কোনও ভাবে ক্ষুণ্ণ করতে না-পারে সে জন্যই এই নিয়ন্ত্রক থাকা দরকার বলে জানান প্রভু। তবে সে ক্ষেত্রে লগ্নির সুরক্ষা নিয়ে যে বেসরকারি সংস্থাগুলির চিন্তার কোনও কারণ নেই, তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
প্রস্তাবিত নিয়ন্ত্রকের চেহারা কেমন হবে তা নিয়ে কিছু দিন আগেই পানাগড়িয়ার সঙ্গে কথা বলেছেন মন্ত্রী। প্রভুর কথায়, ‘‘উনি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মডেল তৈরি করে দিলেই সকলের মতামত ও মন্তব্য জানার জন্য সেটি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।’’