কল কাটা রুখতে

মোবাইলে ‘কল ড্রপ’ (কথার মাঝে ‘কল’ কেটে যাওয়া) রুখতে পরিষেবা অডিটের নির্দেশ দিল কেন্দ্র। লক্ষ্য, তার মান যাচাই করে দেখা। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ মঙ্গলবার জানান, সেই মান অনুযায়ী সংস্থাগুলিকে পুরস্কৃত কিংবা জরিমানা করতে ট্রাইকে আর্জিও জানিয়েছেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০২:৪৩
Share:

মোবাইলে ‘কল ড্রপ’ (কথার মাঝে ‘কল’ কেটে যাওয়া) রুখতে পরিষেবা অডিটের নির্দেশ দিল কেন্দ্র। লক্ষ্য, তার মান যাচাই করে দেখা। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ মঙ্গলবার জানান, সেই মান অনুযায়ী সংস্থাগুলিকে পুরস্কৃত কিংবা জরিমানা করতে ট্রাইকে আর্জিও জানিয়েছেন তাঁরা। টেলি দফতরের অধীন টেলিকম এনফোর্সমেন্ট রিসোর্স অ্যান্ড মনিটরিং সেল ওই অডিট করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement