তথ্যপ্রযুক্তির ব্যবহারে ব্যর্থ কেন্দ্র, দাবি অমিতের

তথ্যপ্রযুক্তি জগতের রাজসূয় যজ্ঞ ১৮তম ইনফোকমের সমাপ্তি অনুষ্ঠানে এ দিন অমিতবাবু তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে রাজ্যের নানা সাফল্যের উল্লেখ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ ০২:১৭
Share:

বক্তা: শনিবার ইনফোকমের মঞ্চে অমিত মিত্র। নিজস্ব চিত্র

বিভিন্ন সরকারি পরিষেবায় তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ। অনলাইনে জমির রেজিস্ট্রেশন ও মিউটেশনের সুবিধা চালুর পরে শীঘ্রই অনলাইনে জমির দলিলও মিলবে। কিন্তু তড়িঘড়ি জিএসটি চালু করতে গিয়ে কেন্দ্র তথ্যপ্রযুক্তির সেই সুবিধা নিতেই ব্যর্থ হয়েছে বলে শনিবার ইনফোকমের মঞ্চ থেকে দাবি করলেন রাজ্যের অর্থ তথা তথ্যপ্রযুক্তিমন্ত্রী অমিত মিত্র।

Advertisement

তথ্যপ্রযুক্তি জগতের রাজসূয় যজ্ঞ ১৮তম ইনফোকমের সমাপ্তি অনুষ্ঠানে এ দিন অমিতবাবু তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে রাজ্যের নানা সাফল্যের উল্লেখ করেন। তিনি জানান, অনলাইনে জমি ও সম্পত্তির নথিপত্র পাওয়ার সুবিধা চালুর পরে এ বার ই-ডিড দেওয়ার প্রস্তুতিও প্রায় শেষ। পাশাপাশি, বিভিন্ন ছোট শিল্প তালুকের উন্নয়নে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়েছে রাজ্য।

কিন্তু অমিতবাবুর অভিযোগ, তড়িঘড়ি জিএসটি চালু করতে গিয়ে তথ্যপ্রযুক্তিকে ঠিক ভাবে ব্যবহার করতে পারেনি কেন্দ্র। আর এখন তার মাসুল দিতে হচ্ছে। বিপুল কর ফাঁকির ঘটনা ঘটছে। তাঁর আশঙ্কা, ত্রুটি সারাতে না-পারলে আরও বড় সঙ্কটে পড়বে বিশ্বের বৃহত্তম কর সংস্কার প্রক্রিয়াটি। তেমনই বৈদ্যুতিন ভোট প্রক্রিয়াতেও তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় ফাঁক থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি। ওই শিল্পের কাছে আর্জি জানিয়েছে এই ব্যর্থতা খতিয়ে দেখতে। অন্য দিকে, আগামী বছর ইনফোকমের আসর বসবে ৩-৫ ডিসেম্বর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement