অ্যামাজ়নের বার্ষিক সম্মেলনে শিল্প মন্ত্রকের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি সই হয়েছে। —প্রতীকী চিত্র।
ই-কমার্স সংস্থা অ্যামাজ়নের সঙ্গে গাঁটছড়া বাঁধল কেন্দ্র। মঙ্গলবার নয়াদিল্লিতে অ্যামাজ়নের বার্ষিক সম্মেলনে শিল্প মন্ত্রকের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি সই হয়েছে। আমেরিকার নেট বাজারটির দাবি, তারা ক্ষুদ্র শিল্প এবং নতুন উদ্যোগগুলির (স্টার্ট আপ) উন্নতিতে ১২ কোটি ডলার (প্রায় ১০১৭ কোটি টাকা) খরচ করবে।
অনুষ্ঠানে ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশীর বার্তা, এখন দেশের বেশির ভাগ পরিবারই অনলাইনে কেনাকাটা করে। তাই অ্যামাজ়নের মতো ই-কমার্স সংস্থাগুলিকে ভারত সরকারের আইন মেনে ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। তাঁর দাবি, সম্ভাবনাময় বাজারের সুবিধা নিতে এ দেশকে নিশানা করছে বহু ই-কমার্স সংস্থা। কিন্তু তারা ক্রেতার স্বার্থ সুরক্ষিত না করলে সরকার কড়া ব্যবস্থা নেবে।
সম্মেলনে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ির বার্তা, সরকারের লক্ষ্য আরও বেশি নতুন সংস্থাকে সামনে সারিতে তুলে আনা। এ দেশে সব থেকে কম খরচে দক্ষ কর্মী পাওয়া যায় বলে এই উদ্যোগে শামিল হয়েছে অ্যামাজ়ন। আর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ মনে করেন, এই গাঁটছড়া দেশে স্টার্ট আপের সংখ্যা বাড়াবে। অ্যামাজ়ন ইন্ডিয়ার প্রধান সমীর কুমার জানান, আগামী ছ’বছরের মধ্যে ভারতে তাঁদের মাধ্যমে পণ্য রফতানি এখনকার তুলনায় চার গুণ বেড়ে হবে ৮০০০ কোটি ডলার।