Electricity

বিকল্প বিদ্যুতে জোর কেন্দ্রের

ব্যক্তিগত ব্যবহারে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনাও’ এনেছে মোদী সরকার। এই প্রকল্পের অধীনে ১ কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ০৭:০৭
Share:

— প্রতীকী চিত্র।

অপ্রচলিত বিদ্যুতে ক্রমশই আরও বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। মোদী সরকারের লক্ষ্য, আড়াই দশকে অর্থাৎ স্বাধীনতার শতবর্ষে ২০৪৭ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের চাহিদার ৭৫% যাতে বিকল্প ক্ষেত্র থেকে আসে। সম্প্রতি নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এ কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি বলেন, “বর্তমানে ভারতে ২১২ গিগাওয়াট বিদ্যুৎ অপ্রচলিত ক্ষেত্র থেকে তৈরি হয়। যা ১০ বছর আগে ২০১৪ সালে ছিল ৭৫ গিগাওয়াট। এর থেকেই স্পষ্ট কেন্দ্র এতে কতটা জোর দিচ্ছে।’’ একই সঙ্গে মন্ত্রীর বার্তা, ২০৩০ সালের মধ্যে দেশে ৫০০ গিগাওয়াট বিকল্প বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Advertisement

পাশাপাশি, ব্যক্তিগত ব্যবহারে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনাও’ এনেছে মোদী সরকার। এই প্রকল্পের অধীনে ১ কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য বাড়ির ছাদে সৌর বিদ্যুতের প্যানেল লাগালে কেন্দ্রের তরফ থেকে ৭৮,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এ জন্য ই-কমার্স সংস্থা অ্যামাজ়নের সঙ্গে মিলে কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান জোশী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement