দ্বৈত কর নিয়ে চুক্তি সংশোধন

ইজরায়েল ও ভিয়েতনামের সঙ্গে লেনদেনে সংশোধন করা হচ্ছে দ্বৈত কর প্রতিরোধ চুক্তি। এতে বুধবার সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। লক্ষ্য, এই সব দেশে ভারতীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বেশি করে হাতে পাওয়া, যা কালো টাকার উপর নজরদারিতে সাহায্য করবে। বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়াল জানান, ভারতে কর বসছে না, এমন লেনদেন ও সেই সংক্রান্ত তথ্য এর আওতায় আদান-প্রদান করা সহজ হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ০২:২০
Share:

ইজরায়েল ও ভিয়েতনামের সঙ্গে লেনদেনে সংশোধন করা হচ্ছে দ্বৈত কর প্রতিরোধ চুক্তি। এতে বুধবার সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। লক্ষ্য, এই সব দেশে ভারতীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বেশি করে হাতে পাওয়া, যা কালো টাকার উপর নজরদারিতে সাহায্য করবে। বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়াল জানান, ভারতে কর বসছে না, এমন লেনদেন ও সেই সংক্রান্ত তথ্য এর আওতায় আদান-প্রদান করা সহজ হবে। দ্বৈত কর এড়ানোর চুক্তির সুযোগে বেআইনি ভাবে টাকা সরানো আটকাতেই এই সংশোধন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement