কেয়ার্ন-বেদান্ত সংযুক্তিতে সায়

অবশেষে বেদান্ত লিমিটেডের সঙ্গে সংস্থাকে মেশাতে সায় দিলেন কেয়ার্ন ইন্ডিয়ার শেয়ারহোল্ডাররা। সোমবার অধিকাংশ (৭২.৪৩%) সংখ্যালঘু শেয়ারহোল্ডার এতে অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে তেল সংস্থাটি। যাদের মধ্যে রয়েছে জীবনবিমা নিগম, কেয়ার্ন এনার্জি ইত্যাদি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১০
Share:

অবশেষে বেদান্ত লিমিটেডের সঙ্গে সংস্থাকে মেশাতে সায় দিলেন কেয়ার্ন ইন্ডিয়ার শেয়ারহোল্ডাররা। সোমবার অধিকাংশ (৭২.৪৩%) সংখ্যালঘু শেয়ারহোল্ডার এতে অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে তেল সংস্থাটি। যাদের মধ্যে রয়েছে জীবনবিমা নিগম, কেয়ার্ন এনার্জি ইত্যাদি। সংযুক্তির জন্য এর আগে গত সপ্তাহেই এতে সায় দেয় বেদান্ত রিসোর্সেসের শেয়ারহোল্ডাররা।

Advertisement

উল্লেখ্য, গত জুলাইয়ে কেয়ার্ন ইন্ডিয়া হাতে নিতে নতুন প্রস্তাব দিয়েছিল বেদান্ত রিসোর্সেস। এই লেনদেনে কেয়ার্নের শেয়ারহোল্ডাররা হাতে থাকা প্রতিটি শেয়ারের জন্য পাবেন বেদান্তের একটি করে শেয়ার। উপরন্তু, ৪টি করে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার পাবেন তাঁরা, যার মূল দাম ১০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement