প্রতীকী চিত্র।
দেশে এই প্রথম বার তিনটি সম্পূর্ণ আলাদা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ ঘটতে চলেছে। বুধবার ব্যাঙ্ক অব বরোদার সঙ্গে বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের সংযুক্তিতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর আগে স্টেট ব্যাঙ্ক, তাদের ৫টি সহযোগী ব্যাঙ্ক ও মহিলা ব্যাঙ্কের সংযুক্তি হয়েছিল।
সংযুক্তিকরণের পরে বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের শেয়ারহোল্ডাররা ব্যাঙ্ক অব বরোদার ক’টি করে শেয়ার পাবেন (সোয়াপ রেশিও), সে ব্যাপারেও এ দিন সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক অব বরোদার পরিচালন পর্ষদ।
এ দিন মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, তিন ব্যাঙ্কের সংযুক্তি আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এর ফলে স্টেট ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের পরেই দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক হবে ব্যাঙ্ক অব বরোদা। পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা কমে দাঁড়াবে ১৮। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘তিনটি ব্যাঙ্কের সংযুক্তির পরে কোনও কর্মী ছাঁটাই হবে না। চাকরির সমস্ত শর্তও থাকবে অপরিবর্তিত।’’
আইনমন্ত্রীর বক্তব্য অবশ্য মানতে রাজি নয় ইউনিয়নগুলি। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্সের রাজ্য আহ্বায়ক সিদ্ধার্থ খান এবং ব্যাঙ্ক শিল্পের সাধারণ কর্মীদের বৃহত্তম ইউনিয়ন এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর বলেন, ‘‘আমরা কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঠিক করার জন্য চলতি সপ্তাহেই বৈঠকে বসছি।’’