কৈরানা উপনির্বাচনে বিজেপির হারের অন্যতম কারণ ছিল আখ (গন্না) চাষিদের ক্ষোভ। এই অবস্থায় ৩০ লক্ষ টন চিনির মজুত ভাণ্ডার গড়ে চাষিদের আয় বাড়ানোর লক্ষ্যে বুধবার প্রায় ৮,৫০০ কোটি টাকার ত্রাণ প্রকল্পে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই সঙ্গে চিনিকলগুলির জন্য এই প্রথম কেজি প্রতি ২৯ টাকায় বেঁধে দেওয়া হয়েছে চিনির ন্যূনতম বিক্রয়মূল্যও।
সংশ্লিষ্ট মহলের মত, উত্তরপ্রদেশের ওই লোকসভা উপনির্বাচনে হারের প্রেক্ষিতে এই ঘোষণা রাজনৈতিক ভাবে তাৎপূর্যপূর্ণ। বিশেষত পরের লোকসভা ভোট যেখানে শিয়রে। তাদের ভয়, আগের বার সে রাজ্যে বহু আসন পেলেও এ বার তাতে জল ঢালতে পারে আখ চাষিদের বিক্ষোভ। তাই ত্রাণে চাষিদের বকেয়া মেটানো, চিনিকলের ক্ষতি কমানো, বাড়তি ইথানল উৎপাদনের সিদ্ধান্তও হয়েছে।