বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে মৈত্রী তাপবিদ্যুৎকেন্দ্র তৈরির কাজ শুরু হতে চলেছে। ৬৬০ মেগাওয়াটের দু’টি ইউনিট মিলিয়ে ১,৩২০ মেগাওয়াটের এই তাপবিদ্যুৎ প্রকল্পের কাজের বরাত দেওয়া হয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ভেল-কে। চলতি সপ্তাহেই বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি কাজ শুরুর নির্দেশ দিয়েছে তাদের। এই প্রকল্পে ২০০ কোটি ডলার (প্রায় ১২,৮০০ কোটি টাকা) লগ্নি হবে। এনটিপিসি জানিয়েছে, ভেল-কে ‘নোটিস টু প্রোসিড’ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি তৈরি এনটিপিসি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে। দুই সংস্থার মালিকানা ৫০% করে। প্রকল্পে যা খরচ হবে, তার মধ্যে ১৫০ কোটি ডলার ঋণ দেবে ভারতীয় এগ্জিম ব্যাঙ্ক।
বাংলাদেশে বিদ্যুতের চাহিদা মেটাতে খুলনা ডিভিশনের বাগেরহাটে এই তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংস্থা এনটিপিসি-কে সঙ্গে নিয়েই এই প্রকল্প গড়ার পরিকল্পনা করে হাসিনা সরকার। সেই মতো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের সঙ্গে এনটিপিসি-র চুক্তি হয়।