কোনটা নকল কোনটা আসল?
গোছা নোটের মধ্যে বেশি মাথা ব্যাথা ৫০০ কিংবা ১ হাজার টাকার নোট চিনতে। খোদ এটিএম থেকেও টাকা তুলে মাঝে মধ্যে প্রতারিত হত হয়। তবে এই জাল নোটের মধ্যে পাঁচশো বা এক হাজার নোট থাকে বেশি। কিন্তু এখন খুচরো পয়সাতেও জালিয়াতি দেখা যাচ্ছে। বিশেষ করে স্থানীয় লোকের হাতে হাতে নকল দশ টাকার কয়েন ঘুরে বেড়াচ্ছে। দেখতে অবিকল রিজার্ভ ব্যাঙ্কের তৈরি ১০ টাকা কয়েনের মতো। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ছোট ব্যবসায়ী থেকে গ্রাহকের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে নকল দশ টাকার কয়েন। বিভ্রান্তি এড়াতে নকল দশ টাকার সঙ্গে আসল দশ টাকার কয়েনে কী পার্থক্য এ নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেন তাঁরা। এক নজরে দেখে নেওয়া যাক আসল নকলের ফারাক।
আরও পড়ুন- ৩১ ডিসেম্বরের মধ্যে এই সব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে