লগ্নি টানতে বণিকসভার হাত ধরতে চায় রাজ্য

রাজ্যের শিল্পসচিব রাজীব সিন্হা জানান, বণিকসভাগুলির অনুষ্ঠানে বিজিবিএস নিয়ে প্রচার চালাবে শিল্প দফতর। সরকারি তথ্য ও বই দিয়ে সাহায্য করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ মে ২০১৭ ০৩:১৪
Share:

বাংলা যে লগ্নির প্রশস্ত ক্ষেত্র, বিভিন্ন বণিকসভার অনুষ্ঠানকে এই বার্তা প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইছে রাজ্য। বিশেষত ২০১৮ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস) সফল করতে তাদের অন্য ভূমিকায় মাঠে নামানোর পরিকল্পনা তাদের। বিজিবিএস নিয়ে স্টিয়ারিং কমিটির সাম্প্রতিক বৈঠকে বিভিন্ন বণিকসভার প্রতিনিধিদের কাছে এমনই প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর শিল্প দফতর সূত্রের। যে কারণে দেশে-বিদেশে বণিকসভাগুলির যাবতীয় অনুষ্ঠানে শরিক হতে চায় রাজ্য। ওই বৈঠকে এ রাজ্যের সফল শিল্পকর্তাদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে তুলে ধরার কথাও বলেছে সরকার।

Advertisement

রাজ্যের শিল্পসচিব রাজীব সিন্হা জানান, বণিকসভাগুলির অনুষ্ঠানে বিজিবিএস নিয়ে প্রচার চালাবে শিল্প দফতর। সরকারি তথ্য ও বই দিয়ে সাহায্য করা হবে। সাফল্যের খবরগুলির প্রচার-সহ তুলে ধরা হবে রাজ্যে লগ্নির সুবিধা। প্রয়োজনে করা হবে অন্যান্য সহযোগিতাও। রাজ্যের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে সিআইআই, ফিকি ও অ্যাসোচ্যামের মতো বণিকসভা। তাদের পূর্বাঞ্চলীয় কর্তারা অবশ্য জানান, শুধু আগ্রহ থাকলেই হবে না। সরকারের কোনও আধিকারিককে বণিকসভার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement